অপরাধ দমনে শীঘ্রই চালু হচ্ছে আটটি নতুন থানা

0
20

ব্যারাকপুর: অপরাধ দমনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় চলতি বছরেই তৈরি হতে চলেছে আটটি নতুন থানা। যেভাবে অপরাধের সংখ্যা বাড়ছে তারই পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে আটটি থানা বাড়ানোর জন্য চিঠি পাঠানো হল নবান্নতে।

- Advertisement -

নিরাপত্তা বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, নিরাপত্তা বাড়াতে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন থানার আয়তন ছোট হচ্ছে। তৈরি হচ্ছে নতুন আটি থানা। পুরনো থানা গুলিও থাকছে। কিন্তু তার কিছুটা অংশ কেটে তৈরি হবে নতুন থানা।

যেমন, বীজপুর থানা ভেঙে তৈরি হচ্ছে দুটি নতুন থানা। নৈহাটি থানার অন্তর্গত ২ টি পঞ্চায়েত নিয়ে হবে শিবদাসপুর থানা। জগদ্দল ও ভাটপাড়া থানা দুটি কিছু এলাকা নিয়ে হবে বাসুদেবপুর থানা। টিটাগর থানা ভেঙে হবে আর একটি থানা, বেলঘরিয়া থানা ভেঙে হবে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা । আর দমদম থানা ভেঙ্গে হবে আর একটি থানা।

এবিষয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, থানার এলাকার জন সংখ্যা ও গুরুত্ব অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে। এছাড়াও সাব ইন্সপেক্টর বড় বাবু হিসেবে থাকবেন। মূলত গ্রামীণ এলাকায় পুলিশি নজরদারি বাড়াতে আর ব্যারাকপুর কমিশনারেট এলাকায় অপরাধ কমাতেই এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে ২০২১ সালের মধ্যেই থানাগুলো হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন মনোজ ভার্মা।