কজওয়ের উপর দিয়ে বইছে ডুলুং নদীর জল, সমস্যায় গ্রামবাসীরা

0
648

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। জামবনী ব্লকের চিল্কিগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে নদীর জল৷ এদিকে কজওয়ের উপর জল উঠে আসায় বুধবার থেকে জেলা শহরের সঙ্গে গিধনির যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফলে পণ্য পরিবহণ ও মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। জলের তীব্র গতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে। সব মিলিয়ে ভোগান্তি বেড়ে গিয়েছে স্থানীয়দের৷ চিল্কিগড়ে কবে সেতু তৈরি হবে সেই প্রশ্ন তুলছেন তাঁরা৷

- Advertisement -

এদিকে নদীর জল সেতুর ওপরে উঠে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গিধনি থেকে জেলা সদর ঝাড়গ্রামে আসতে অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। অসুস্থ মানুষ জনকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতেও অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। এক প্রকার নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন জামবনি ব্লকের হাজার হাজার মানুষজন।

চিল্কিগড়ে ডুলুং নদীর উপর সেতুর দাবি দীর্ঘদিনের। জামবনি ব্লকের বাসিন্দারা গত কয়েক দশক ধরে সেতুর দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি সেতু তৈরির ব্যাপারে উদ্যোগী হয় ব্লক প্রশাসন৷ চিল্কিগড়ে নদীর দু পাশে কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাটি পরীক্ষার কাজ শেষ হয়। জামবনি ব্লকে মানুষের মনে আশা তৈরি হয়েছিল এবার হয়তো সত্যিই সেতু তৈরি হবে। কিন্তু কাজ আর না এগোনোয় সেই আশাও এখন বিশ বাঁও জলে।