দুয়ারে সরকার প্রকল্পের প্রচার অভিযান নদিয়ায়

0
119

নিজস্ব সংবাদদাতা, নদিয়া: একুশের বিধানসভা ভোট কড়া নাড়ছে। এরই মধ্যে রাজ্যে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার ‘ প্রকল্প। শনিবার শান্তিপুর পুরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি প্রচার অভিযানের নেতৃত্ব দিতে ফেখা যায় রানাঘাট জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মন্ডল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ‘বহিরাগত’ ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছেন। এই আবহে রাজ্য রাজনীতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপির নাড্ডার কনভয়ে হামলা নিয়ে রাজ্য বিজেপির তৃণমূলের বিরুদ্ধে রাস্তা অবরোধ -বিক্ষোভে নেমেছে। জেপি নাড্ডা আবার বিতর্কিত মন্তব্য ছুঁড়ে দিয়েছেন।

- Advertisement -

চলতি মাসে শান্তিনিকেতনে যাওয়ার কর্মসূচি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। তার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিতর্কের জল গড়িয়ে দিয়েছেন এই বলে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন’। এমন আবহে শান্তিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়িতে গিয়ে সাধারণ মানুষজনকে দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচির বিস্তারিত বোঝানো হয়। এরই সঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা নিতে দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়ার কথা তুলে ধরেন প্রসেনজিৎ মন্ডল।