তৃণমূলের নেতারা কি সত্যিই মাস্টারমশাইদের সম্মান করেন, প্রশ্ন তুলল বিজেপি

0
24

বাঁকুড়া: বাম আমলে তবু মাস্টারমশাইদের কিছুটা সম্মান ছিল৷ তৃণমূলের জমানায় সেই সম্মান ধুলোয় মিশে গিয়েছে৷ সাম্প্রতিক এক ঘটনার পরিপ্রেক্ষিতে এমনই অভিযোগ গেরুয়া শিবিরের৷ তৃণমূল নেত্রী মালা রায়ের কঠোর শাস্তির দাবিতে এদিন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে বিজেপি৷ জমা দেওয়া হয় স্মারকলিপিও৷

ঘটনার সূত্রপাত, গত বৃহস্পতিবার গঙ্গাজলঘাটির জেনাডিহি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন ‘দিদির দূত’ সাংসদ মালা রায়। সেই সময় ওই স্কুলের প্রধান শিক্ষক সাক্ষীগোপাল মণ্ডল মালা রায়ের কাছে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চান। আর এতেই ‘বিরক্ত’ হন সাংসদ। এমনকি স্থানীয় ব্লক তৃণমূলের কোনও এক নেতাকে ফোন করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে ‘শোকজ’ করার নির্দেশ দিচ্ছেন এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়।

- Advertisement -

বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়৷ তারই মাঝে প্রধান শিক্ষক সাক্ষীগোপাল মণ্ডলকে ‘শোকজ’ করা হয় বলে খবর৷ এমনকি শুক্রবার দুপুরে তাঁকে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দফতরে ডেকে পাঠানো হয়। বিষয়টি জানতে পারার পরই ঘটনার প্রতিবাদে এবং প্রধান শিক্ষকের পাশে দাঁড়াতে বিজেপি গঙ্গাজলঘাটি দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেয়৷ নেতৃত্বে ছিলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা। তিনি বলেন,‘‘মানুষের ভোট চুরি করে ক্ষমতা দখল করে মানুষকে ন্যূনতম সম্মানও দিচ্ছেন না তৃণমূলের নেতারা৷ যেভাবে একজন প্রধান শিক্ষককে অপমান করা হয়েছে, সেটা মেনে নেওয়া যায় না৷ ওনার কঠোর শাস্তি চাই৷’’ একই সঙ্গে তাঁর দাবি, এই ঘটনা থেকেই স্পষ্ট তৃণমূলের নেতারা মাস্টারমশাইদের ন্যূনতম সম্মানও করেন না৷

আরও পড়ুন: পাঁচ টাকায় পেট ভরে ভাত, হাওড়ায় চালু হচ্ছে মমতার স্বপ্নের প্রকল্প