নিউ নর্ম্যালে স্কুল শুরুর আগে জীবাণুমুক্তকরণ চালু বাঁকুড়ায়

0
75

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: করোনা আবহে দীর্ঘদিন বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চরম সমস্যায় লক্ষ লক্ষ পড়ুয়া। নিউ নর্ম্যাল পর্বে পৌঁছে এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সবুজ সংকেত পেয়ে ওই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছে। তার আগে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জীবানুমুক্ত করার কাজও শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে বাঁকুড়া পুরসভার তরফে শহরের সব কটি স্কুলে জীবানুমুক্তকরণের কাজ শুরু হল। বঙ্গ বিদ্যালয়ে নিজে উপস্থিত থেকে এই কাজে তদারকি করলেন বাঁকুড়া পুরসভার প্রশাসক অলকা সেন মজুমদার নিজে।

- Advertisement -

এবিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারী থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হবে। তার আগে পুর এলাকার সব কটি স্কুলকে আমরা স্যানিটাইজ করার কাজ শুরু করেছি। ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে এই কাজ খুব প্রয়োজন ছিল”। তাই পুরসভা নিজেই এই কাজ শুরু করেছেন বলে তিনি জানান।