আনিসের ভাইয়ের উপর কেন হামলা, বিস্ফোরক ব্যাখ্যা দিলীপ ঘোষের

0
33
Dilip Ghosh

কলকাতা: প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের খুনের বিচার এখনও পাননি পরিবার৷ তারই মাঝে এবার দুষ্কৃতী আক্রমণের মুখে আনিস খানের খুড়তুতো ভাই৷ এই ঘটনাতেই এবার বিস্ফোরক ব্যাখ্যা সামনে আনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দুষেছেন দিলীপ৷ তাঁর কথায়, ‘‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের পরিবারকে কীভাবে বাঁচাবেন, তা নিয়েই ব্যস্ত থাকেন, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কি করে? এখন তো চোর, গুন্ডাদেরই রাজত্ব৷’’

শুক্রবার গভীর রাতে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় নিজের বাড়িতেই আক্রান্ত হন প্রয়াত ছাত্র নেতা আনিস খানের ভাই সলমন খান (২৪)। দুষ্কৃতী হামলার জেরে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সলমন৷ পরিবারের অভিযোগ, আনিসের মৃত্যুতে বিচার চেয়ে সরব হওয়াতেই তার মুখ বন্ধ করতে এই হামলা৷ অভিযোগ, এর আগেও সলমনের ওপর দু’-দু’বার হামলা হয়। পুলিশকে বিষয়টি জানালেও পুলিশ কোনও গুরুত্ব দেয়নি৷ পুরো ঘটনায় আমতা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে পরিবার৷

- Advertisement -

এই প্রসঙ্গেই সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দিলীপ (Dilip Ghosh) বলেন, ‘‘রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষা থাকবে কি করে৷ তৃণমূলের জমানায় তো চোর, গুন্ডাদের রাজত্ব৷ পুলিশও ওদের বিরুদ্ধে কোনও স্টেপ নিতে পারে না৷ কারণ, ওরাই তো তৃণমূলের সম্পদ৷ আর ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’’ রাজ্যের আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হচ্ছে তাতে মানুষকেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দিলীপ৷

আরও পড়ুন: দিদির জমানা: ‘শোবো, কিন্তু কেউ যেন জানতে না পারে’

downloads: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor