বিশ্বভারতীর ঘটনায় রাজ্য সরকারকে দুষলেন দিলীপ ঘোষ

0
162

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বিশ্বভারতীতে সোমবারের ঘটনার পিছনে তৃণমূল ও এই সরকার রয়েছে। যেহেতু বিশ্বভারতী কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান সেইজন্য সুরক্ষা দেবে না। তার বিরোধীতা করাই এখানকার সরকারের কাজ হয়ে গিয়েছে। এই ভাষাতেই আরও একবার বিরোধী দল তৃণমূলকে দুষলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

বিশ্বভারতীর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি৷ মঙ্গলবার হাওড়া স্টেশনে দিল্লি থেকে ফিরে দিলীপবাবু সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি পাঁচিল দিয়ে পৌষমেলার মাঠ ঘেরা, শান্তিনিকেতনে হামলা এবং তার জেরে বিশ্বভারতী আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত প্রমুখ ইস্যু নিয়ে তাঁর প্রতিক্রিয়া দেন।

- Advertisement -

দিলীপ ঘোষ বলেন, ‘‘শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম অপ্রীতিকর ঘটনা আমরা কল্পনা করতে পারি না। এখানকার শিক্ষাব্যবস্থা ও আইনশৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে। বিশ্ববিদ্যালয় তার নিজের জমি রক্ষার জন্য পাঁচিল দিচ্ছেন। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করছি।’’

তাঁর কথায়, ‘‘দুর্ভাগ্যের বিষয় পুলিশ দাঁড়িয়ে থেকে ঘটনা দেখছে কোনও হস্তক্ষেপ করছে না, মানেই পুলিশও রাজনীতির উর্ধে নয়। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান নিজের মতো চলতে পারবে না কারণ তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে। কেন্দ্রের নেতাদের সঙ্গে এই ঘটনা নিয়ে আমার কথা হয়েছে। তাঁরা যা করার করবেন। কোর্টের রায় অনুযায়ী পাঁচিল তোলা হচ্ছিল। এবং ভাইস চ্যান্সেলর নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছিলেন। বন্ধ করার এই রাজনীতি বাংলার সর্বনাশ করে দিচ্ছে।’’