বিহারের অনুষ্ঠানে চটুল নাচের মাঝেই শ্যামনগরের তরুণীর মৃত্যু, গ্রেফতার ৫

0
100

শ্যামনগর: বিহারে রমরমিয়ে আয়োজিত হয়েছিল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান বাড়িতে চলছিল চটুল নাচ। এর মাঝেই চটুল নাচতে গিয়ে মৃত্যু হল তরুণীর। ওই তরুণী শ্যামনগরের বাসিন্দা। মৃতের নাম, ১৮ বছর বয়সী নন্দিতা দাস তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজীনগর কলোনি। তরুণীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ঘটনায়।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

মৃতার পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে নন্দিতাকে ক্যাটারিংয়ের নাম করে বিহারে সিওয়ান জেলার মাধবপুর গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। শ্যামনগর রাহুতার শালবাগানের বাসিন্দা খুশি মজুমদার মিথ্যা বলে বিহারে নিয়ে গিয়েছিল। তরুণীর পরিবারের দাবি, খুশির সঙ্গে নন্দিতার কোনও বিষয় নিয়ে বিবাদ হয়েছিল। বিবাদের জেরেই নন্দিতাকে মারধোর করার অভিযোগ উঠেছে খুশি ও তার দলবলের বিরুদ্ধে।

আরও পড়ুন-মেডিক্যাল পড়ুয়াদের অনশন তুলতে অনুরোধ, সাক্ষাৎ শেষে নির্বাচনের আশ্বাস চন্দ্রিমার

প্রসঙ্গত, গত পয়লা ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলার সদর হাসপাতালে মৃত্যু হয় শ্যামনগরের তরুণীর। এরপরেই ২ ডিসেম্বর বিহারে যান মৃতার পরিবার। সেখান থেকে মৃতদেহ শ্যামনগরে বাড়িতে ৩ ডিসেম্বর আনা হয়। মৃতার পিতা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ওকে পিটিয়ে মারা হয়েছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এরপরেই এই ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এরপর ৫ ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। জগদ্দল থানার পুলিশ বিহারে গিয়ে ঘটনায় অভিযুক্ত খুশি মজুমদার, সুজিত ঘোষ, অমিত বিশ্বাস-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।