মাথার খুলিতে শট মারছেন মা কালী ভাইরাল সেই ছবি, বিতর্কের মুখে লেখক

0
93

খাস ডেস্ক: মা কালী মাথার খুলি দিয়ে ফুটবল খেলছেন। মানুষের মাথার খুলি তাতে শট দিচ্ছেন মা কালী(Ma Kali)। দেখা যাচ্ছে কালো বর্ণের আলতা পরা পায়ের পাতা। এই ছবি সামনে আসতেই রীতিমতো সমালোচনার ঝড় ঊঠেছে সোশ্যাল মিডিয়াতে। একাধিক প্রশ্ন উঠেছে এই ছবি নিয়ে! লেখক, সাহিত্যিক এবং চিত্র নাট্যকার রাধামাধব মণ্ডলের বই প্রচারের এই অভিনব উদ্যোগ।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর মিউজিয়াম দেখার শখ হল না পূরণ, ‘লোডশেডিং’ নিয়ে তোলপাড় বিধানসভা

- Advertisement -

এবার সেই বইয়ের প্রচার করতে গিয়েই বিপাকের সম্মুখীন হতে হল লেখককে। লক্ষ্য ছিল একটাই, তাঁর বইয়ের প্রচার যাতে সব মানুষের মধ্যে পৌঁছয়। আর সে জন্যই এরকম ছবি দিয়ে সকলের নজর কাড়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু মা কালী(Ma Kali) মাথার খুলি নিয়ে ফুটবল খেলছেন এই দৃশ্য দেখে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন রাধামাধব মণ্ডল। প্রশ্ন উঠেছে মাথার খুলি নিয়ে খেলার প্রসঙ্গ কি আদৌ আছে হিন্দু পুরাণে? লেখক এ প্রসঙ্গে জানিয়েছেন, এর উত্তর ‘বাংলার কালী ও কালীক্ষেত্র’ নামক বইটিতে পাওয়া যাবে।

জানা গিয়েছে, রাধামাধব মণ্ডলের বইয়ের উদ্বোধন শান্তিনিকেতনের রতনপল্লিতে হয়। সেখানেই মা কালীর বেশে সাজানো হয় এক মহিলাকে, পায়ে রয়েছে মাথার খুলি আর সেটাতেই শট মারছেন তিনি। প্রশ্ন ওঠে এটা কি ঠিক? লেখক এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘এটা আসল খুলি নয়। ভালো করে দেখুন। নকল খুলি’। তবে তাতেও এই বিতর্ক থামেনি। বরং সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো বিতর্ক বেড়েছে। তবে বইয়ের প্রচার সার্থক হলেও ইতিবাচক ফল মিলবে কিনা তা নিয়ে সন্দেহ লেখক মহলের।