তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল সিপিএম

0
269

দাসপুর: রবিবারই পঞ্চায়েতস্তরে নয়া কর্মসূচী ‘নজরে পঞ্চায়েত’ এর ঘোষণা করেছিলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবারই এই কর্মসূচী পালনে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের খুকুড়দহ পঞ্চায়েতে উত্তেজনা তৈরি হল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন সিপিএম কর্মী সমর্থকরা।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিক্ষোভকারীদের দাবি, তারা ১০০ দিনের কাজ করেও ঠিক মতো মজুরির টাকা পাচ্ছেন না এবং কাজ বন্টনের ক্ষেত্রেও স্বজনপোষণ করছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বিক্ষোভকারীদের মধ্যে সুষমা মন্ডল নামে এক বিক্ষোভকারী বলেন, “পঞ্চায়েত প্রধানকে সামনে এসে কথা বলতে হবে। শুধুমাত্র দুই একজনকে ভিতরে নিয়ে গিয়ে চা খাইয়ে ঠান্ডা করে দেবেন, তা চলবেনা।” এরপর পঞ্চায়েত প্রধান না আসায় উত্তেজিত জনতা পঞ্চায়েত অফিসেই তালা ঝুলিয়ে দেন গেট বন্ধ করে।

আরও পড়ুন-বিজেপি সময় চাইলেও তদন্ত নিয়ে ‘চাপ নেই’, জানালেন সেলিম-তন্ময়

গতকালই মুর্শিদাবাদের লালগোলার দেওয়ানসরাই পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেস জোট। এর থেকে একটি বিষয় পরিষ্কার গ্রাম বাংলাকে পাখির চোখ করেছে বাংলার একসময়ের শাসক(CPIM)। গ্রাম দিয়ে শহর ঘেরার পুরোনো প্রবাদটি অনেকেই মনে করাচ্ছেন। এই বিষয়ে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত বলেন, “মানুষ সবই জানতেন, তবে মানুষ ভয় পাচ্ছিলেন, কিন্তু মানুষের ভয় ভাঙছে। উপরস্তরে যারা দুর্নীতিতে যুক্ত তাদের পাশাপাশি পঞ্চায়েতস্তরের দুর্নীতি নিয়ে মানুষ জাগছে। তৃণমূল ছাড় পাবে না, মানুষ প্রতিবাদে আরও সোচ্চার হবে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দাসপুর ব্লকেই মাসখানেক আগে তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থক সিপিএমে যোগ দিয়েছিলেন। সুশান্ত ঘোষ জেলা সম্পাদক হওয়ার ফলে পশ্চিম মেদিনীপুরে ফের চাঙ্গা হতে শুরু করেছে সিপিএম। গত লোকসভায় এই জেলাই ছিল কার্যত পদ্ম গড়।