Visva-Bharati ঘেরাও নিয়ে রিপোর্ট তলব, VC-কে উপস্থিত থাকার নির্দেশ

0
14

খাস ডেস্ক: উত্তাল এখনও অব্যাহত Visva-Bharati তে। বন্ধ হয়নি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। এবার Visva-Bharati ঘেরাও নিয়ে এবার SP এর রিপোর্ট তলব করা হল। পাশাপাশি ভার্চুয়ালি আদালতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

Visva-Bharati-র আইনজীবীর দাবি, ‘আদালতের নির্দেশের পরেও চলছে Visva-Bharatiতে বিক্ষোভ। ৬০-৭০ জন এখনও Visva-Bharati তে বিক্ষোভ করছে। বিশৃঙ্খলা সৃষ্টি করছে ছাত্রছাত্রীরা। পুলিশও কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ একইসঙ্গে কে হবেন বীরভূমের SP কে হবে, সেই বিষয়েও সিদ্ধান্ত নেবে আদালত।

ইতিমধ্যেই Visva-Bharati -র মামলায় রায় দিয়েছে কলকাতা আদালত। হাইকোর্টের পক্ষ থেকে পড়ুয়াদের শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতে বলা হয়েছে। কোনও রকম ভাবেই পড়ুয়াদের বিশৃঙ্খলা মেনে নেবে না আদালত। তবে এর পাশাপাশি আদালত জানিয়েছে, ছাত্রছাত্রীদের এই আন্দোলনেও কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না কোর্ট।

আরও পড়ুন-Body recover: নিষিদ্ধপল্লি সংলগ্ন এলাকায় জওয়ানের মৃতদেহ, নিম্নাঙ্গে ভাসছে রক্ত…

প্রসঙ্গত, অনেক দিন ধরেই অনলাইনে পরীক্ষা, হোস্টেল খোলা সহ একাধিক দাবিতে Visva-Bharati তে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রছাত্রীরা। ফের সোমবার থেকে আন্দোলনে সবর হয় পড়ুয়ারা। ছাত্র-ছাত্রীদের দাবি, অবিলম্বে হস্টেল খুলতে হবে। অনলাইনে পড়িয়ে অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা অবিলম্বে বাড়াতে হবে। এই সব দাবি না মানা পর্যন্ত অনড় থাকবে পড়ুয়ারা।