কাঁথিতে অভিষেকের সভার আগেই বিতর্ক, বন্ধ একাধিক স্কুলের পরীক্ষা

0
88

কাঁথি: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভার আগেই বিতর্ক! ২৪ ঘন্টাও কম সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি ‘শান্তিকুঞ্জ’ প্রায় ২০০ মিটার দূরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সভায় প্রচুর জনসমাগম ও যানজট আশঙ্কায় কথা ভেবেই শনিবার কাঁথি শহরে একাধিক স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল একাধিক স্কুল কর্তৃপক্ষ। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। একইসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দল বিজেপিও।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, শনিবার কাঁথি প্রভাত কুমার কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভাস্থল প্রায় ১৫০ মিটারের মধ্যে কাঁথি কিশোরনগর শচরন্দ্র শিক্ষা সদন স্কুল রয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজের পঠন পাঠানোর কথা থাকলেও, কিশোরনগর শচরন্দ্র শিক্ষা সদন স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। একাধিক স্কুলে পরীক্ষা বন্ধ নিয়ে কার্যত ক্ষুব্ধ অভিভাবকরা থেকে বিজেপি।

আরও পড়ুন-দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তার, প্রশাসনের ওপর ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা

কাঁথি একটি স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “কাঁথি শহরে একাধিক এলাকার মেয়েরা স্কুলে পড়তে আসেন। শহরে বড় মাপের সবা হবে শুনেছি, তাই ছাত্রীদের আসছে অসুবিধা হবে তাই বন্ধ করে দিয়েছি। নিয়ে বেশি কিছু মন্তব্য করব না।” নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “একেবারে নজির ঘটনা। রাজনৈতিক দলের সবার কারণে ছোট ছোট বাচ্চাদের পরীক্ষা বন্ধ হবে এটা কোনও দিন ভাবতে পারিনি। স্কুলের নেটিশ দিয়েছে।”

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এনিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা। কাঁথি সাংগঠনীক জেলার বিজেপি নেতা তথা বিধায়ক অরূপ কুমার দাস বলেন, “এই দলটার কাছে স্কুলের ছাত্র-ছাত্রী থাকে অভিভাবকরা ও নিরাপদ নয়। পরীক্ষা বন্ধ করে দিচ্ছে সবার জন্যই। দলের সভা থাকলে স্কুলে যেতে পারবেনা ছাত্রছাত্রীরা। শহরে একাধিক স্কুলে পরীক্ষা বন্ধ করে দিতে হচ্ছে। পড়াশোনা ও রাজনৈতিক জন্য বন্ধ হয়ে যাচ্ছে।”

আরও পড়ুন-নিজেকে মৃত প্রমাণ করতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে মহিলা কর্মচারীকে খুন, গ্রেফতার তরুণী

কাঁথি সাংগঠনীক জেলা যুব তৃনমূলের সভাপতি তথা কাঁথি পুরসভা উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, “সকাল থেকে কোন মাইক বাজাচ্ছি না। শহরে কোন যানজট হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ চাইলে পরীক্ষা করাতে পারেন। বিরোধীদল অহেতুক রাজনৈতিক করার চেষ্টা করছে। কারণ কোটে ধাক্কা খেয়েছে। তারপরেও সভা বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে।”