বাগদেবীর আরাধনায় হাজির বাটুল, নন্টে-ফন্টে, স্মরণে প্রয়াত Narayan Debnath

0
1322

হাওড়া: কমিক স্রষ্টা নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে সরস্বতী পুজোয় অভিনব থিম করল পড়ুয়ারা। যা ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়োতে শুরু করেছে।

আরও পড়ুন: পছন্দের প্রার্থী টিকিট পাননি, কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত পুরসভা চত্বর

- Advertisement -

হাওড়ার ‘অর্ণব ম্যাথস পয়েন্ট’ কোচিংয়ের ছাত্রছাত্রীরা মিলে পুজোর থিম তৈরি করেছে। সপ্তম শ্রেণীর পড়ুয়া থেকে শুরু করে কোচিং সেন্টারের প্রাক্তন পড়ুয়ারাও সামিল হয়। পুজোয় রয়েছে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের চরিত্রদের কাট আউট। পুজোর উদ্যোক্তা অর্ণব দাস। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, ‘কমিক্স পড়তে সবাই ভালোবাসে। আমরা সবাই শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের কমিক্স পড়ে বড় হয়েছি। তাঁকে শ্রদ্ধা জানাতে এবারের পুজোর থিম। শিল্পী সবসময় তাঁর সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকে। নারায়ণ দেবনাথ তাঁর সৃষ্টির মাধ্যমেই চিরকাল অমর হয়ে থাকবে।’

নারায়ণ দেবনাথ বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী। তাঁর হাত ধরেই পরিচয় পেয়েছে নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেটের মত কমিক্স চরিত্রগুলি। ২০২২-এর ১৮ জানুয়ারি ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। ২০০৭ সালে প্রেসিডেন্ট বিশেষ স্বীকৃতি পুরস্কার, ২০১৩ সালে পান সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং বঙ্গবিভূষণ। ২০২১ সালে নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।