নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ CIDর

0
41
kalyani aim cid investigation

বাঁকুড়াঃ নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে বাঁকুড়ায় CID। কল্যাণী এইমসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে রাজ্য গোয়েন্দা সংস্থা। বুধবার দুপুর দুটোর পর বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার শহরের কানকাটার বাড়িতে পৌঁছান চার সদস্যের CID দল। ঐ দলে দু’জন মহিলা আধিকারিকও ছিলেন। প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ, বুধবার বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান CID প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন : পানা পুকুর থেকে উদ্ধার আইনজীবীর দেহ

- Advertisement -

জানা গেছে এদিন বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মৈত্রী দানার আইনজীবী শুভাশিস দে জানান এই ঘটনায় আগেই মৈত্রী দানার বাবা নীলাদ্রি শেখর দানাকে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিন ক্রস চেক করতেই বাঁকুড়ায় আসে CID প্রতিনিধি দল। আইনজীবীর আরও দাবি মৈত্রী দানা কল্যাণী এইমসে ‘চুক্তিভিত্তিক’ কাজ করতেন। গত অগাস্ট মাস থেকে ঐ চুক্তি পুনরায় না হওয়ায় বর্তমানে তিনি ঐ কাজের সঙ্গে যুক্ত নন। এপ্রসঙ্গে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, হাজার বার আসুক। ছোটো করার অপচেষ্টা চলছে। চার মাসের চুক্তিতে মেয়ে নিয়োগ হয়েছিল। ৪০ বছরের রাজনৈতিক জীবনে অনেকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পাল্টা একপ্রকার হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক বলেন ‘পৃথিবীটা গোল’। তারও একদিন সুযোগ আসবে।

আরও পড়ুন : “আজও নিজেকে বিটাউনে নতুন মনে হয়”, ১০ বছর পরও কেন এমন ভাবেন Varun

প্রসঙ্গত চলতি বছরে কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় CID-কে স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। SSC-র ধাঁচে কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি (Illegal) নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের হয়। তদন্ত শুরু করে সিআইডি। সিআইডিকে নথি হস্তান্তর করে কল্যাণী থানার পুলিশ। সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। অভিযোগ, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের সুপারিশে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে।