হুমকি দিয়ে নাবালিকার দেহ শ্মশানে নিয়ে যায়, হাঁসখালিকাণ্ডে CBI-এর জালে সেই ৩ অভিযুক্ত

0
51

নদিয়া: হাঁসখালিকাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার তদন্তকারীদের জালে আরও তিনজন।

ধৃত তিনজনের বিরুদ্ধে প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে সিবিআই। সূত্রে খবর, এই তিনজনই নাবালিকার মৃত্যুর পর পরিবারকে হুমকি দিয়ে জোর করে মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যায়। রবিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।

- Advertisement -

আরও পড়ুন: হাল ফিরবে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের, ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে যুক্ত করা হচ্ছে এই স্টেশনকে

হাঁসখালিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহেল গোয়ালকে। প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। রক্তমাখা চাদর এবং শ্মশান থেকে পাওয়া পোড়া জামাকাপড়ের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, নদিয়ার হাঁসখালিতে এক ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ এবং মৃত্যুর পর প্রমাণ লোপাটের জন্য জোর করে মৃতদেহ শ্মাশানে নিয়ে গিয়ে দাহ করা হয়। এমনকি জল দিয়ে ছাই পরিষ্কার করে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলে। যার আঁচ পড়ে রাজনৈতিক মহলেও। বিরোধী দলগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়। এখনও হাঁসখালিকাণ্ডের তদন্ত চলছে। এর জল কতদূর গড়ায় সেটাই দেখার।

আরও পড়ুন: আর ৯-৫ টা নয়, এবার অফিস কর্মচারীদের কাজ করতে হবে ১২ ঘণ্টা, কমতে পারে বেতন