বিলুপ্ত প্রায় কচ্ছপের মাংস বিক্রি করার অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী

0
50

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: বিলুপ্ত প্রায় কচ্ছপ (turtle) সংরক্ষণ করতে তৎপর রাজ্য সরকার। অথচ বনদফতর ও পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে কচ্ছপের মাংস বিক্রি করার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার কথা জানতে পেরে তৎপর পুলিশ প্রশাসন৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

বিলুপ্ত প্রায় কচ্ছপের মাংস বিক্রি করার অভিযোগে হাতেনাতে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলা মারিশদা থানার পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীর নাম চন্দন মণ্ডল। বাড়ি মারিশদা থানার তালদা গ্রামে। অভিযুক্ত ব্যবসায়ীকে বনদফতরের হাতে তুলে দিয়েছে মারিশদা থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে Hardik-Natasa, অতিথি তালিকায় থাকছেন কারা

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার নীলপুর বাজারে গোপনে বিলুপ্ত প্রায় কচ্ছপ মাংস চড়া দামে বিক্রি করছিল চন্দন মণ্ডল নামে ওই ব্যাবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে মারিশদা থানার ওসি সৌমেন গুহ নীলপুর বাজারে অভিযান চালায়।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এরপর ওই ব্যবসায়ীকে হাতেনাতে পাকড়াও করে। বিক্রি জন্য নিয়ে আসা মাংস বাজেয়াপ্ত করে। এরপর ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই ব্যবসায়ীকে বনদফতরের হাতে তুলে দেয় পুলিশ। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

আরও পড়ুন: প্রেমিক-প্রেমিকার হাত ধরে নয়, বাবা-মায়ের পায়ে ফুল দিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, এক অন্য উদ্যোগ

মারিশদা থানার ওসি সৌমেন গুহ জানান, সাম্প্রতিক কয়েকদিন ধরে এমনই গুরুতর অভিযোগ আসছিল। ওই ব্যবসায়ী এককি জায়গায় বিলুপ্ত প্রায় কচ্ছপের মাংস বিক্রি করত না। খবর পেয়ে নীলপুর বাজারে হানা দিয়ে কচ্ছপের মাংস সহ অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরপর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷