বাজি ফাটাতে গিয়ে অগ্নিদগ্ধ ২

0
23

বারুইপুর: কালী পুজো মানেই হরেক রকম বাজির (Firecracking) সম্ভার৷ আর এই বাজি ফাটাতে গিয়ে ঘটল বিপত্তি৷ অগ্নিদগ্ধ হলেন দুজন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে৷ গুরুত্ব আহতদের নাম সুকুমার নস্কর ও রাকেশ মুখোপাধ্যায়৷ বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কালী প্রতিমা নিরঞ্জন হচ্ছিল৷ সেই সময় বাজি ফাটানো হচ্ছিল বারুইপুরের চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের চীনের মোড়ের কাছে৷ সকলের মতো সুকুমার ও রাকেশও বাজি ফাটাচ্ছিলেন৷ তাঁরা সেল ফাটাচ্ছিলন৷ সেই সময় আশেপাশে অনেক বাজি মজুত ছিল৷

- Advertisement -

সেল ফাটানোর সময় আচমাকাই আগুনের ফুলকি গিয়ে পড়ে মজুত থাকা বাজিতে৷ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন৷ হুলুস্থুল পড়ে যায় এলাকায়৷ এক সঙ্গে সব বাজি ফাটতে শুরু করে৷ সেই সময় ওই মজুত বাজির পাশেই ছিলেন সুকুমার ও রাকেশ৷ তাঁদের গায়ে আগুন ধরে যায়৷

কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যায় শরীরের অর্ধেকাংশ৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে৷ বর্তমানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন৷