সল্টলেকে বিজেপির মহিলার মোর্চার কর্মীদের ধর্ণা

0
49

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: রাজ্য জুড়ে নারী নিগ্রহ, ধর্ষণ, খুনের প্রতিবাদে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কলকাতা উত্তর শহরতলী জেলা মহিলা মোর্চার ডাকে তৃণমূলের অপশাসনের প্রতিবাদে সল্টলেকের কেবি-কেসি ব্লকে প্রতীকী ধর্নায় বসে বিজেপির মহিলার মোর্চার কর্মীরা। ধর্না মঞ্চে আসেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

- Advertisement -

তিনি বলেন,’ রাজ্যের সমস্ত বিধানসভায় ডিসেম্বরের ২১-২৪ তারিখ পর্যন্ত বিজেপি মহিলা মোর্চা লাগাতার ধর্ণা প্রদর্শন করছে। বাংলা জুড়ে মহিলাদের ওপর যে নির্যাতন চলছে, তা সে উত্তরবঙ্গের রাজগঞ্জ থেকে শুরু করে বসিরহাট সর্বত্র মহিলাদের ওপরে নির্যাতন হচ্ছে’। সায়ন্তনের কথায়। ‘শুধু সমাজবিরোধীরা এই নির্যাতন চালাচ্ছে তাই নয়, বুধবার খড়দহ পুলিশ থানা মহিলা মোর্চার কর্মীদের নির্যাতন চলেছে। বাংলায় আইন -শৃঙ্খলা বলে কিছু নেই, খুব খারাপ অবস্থা। মহিলারা নির্যাতনের শিকার। এখানে এত মহিলাদের ওপর নির্যাতন হয়, যে কেন্দ্র সরকারকে জানানো হয় না। তাই বিজেপির মহিলা মোর্চা এই ধর্ণা কর্মসূচি নিয়েছে’