পুজোর বাজার করতে এসেও আটক, দুর্ভোগের চেনা ছবি নবান্ন অভিযানে

0
47

খাস ডেস্ক : অসময়ে ভারী বৃষ্টিতে একে রেহাই নেই, দোসর হয়েছে বিজেপির নবান্ন অভিযান। জোড়া ফলায় মঙ্গলবার দিনভর ভুগলেন মহানগরীর রাস্তায় নামা আমজনতা।

পদ্মশিবিরের নেতা-কর্মীরা যেমন তাঁদের অভিযান সফল করতে মরিয়া ছিলেন, তেমনি পুলিশ বাহিনীও মিছিল রুখতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। দুয়ের মাঝে পড়ে একরকম ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ভুক্তভোগীদের।

- Advertisement -

আরও পড়ুন-ফের উত্তপ্ত সাঁতরাগাছি, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট

মঙ্গলবার স্পেশাল ট্রেনে চড়ে সাঁতরাগাছিতে নেমেছিলেন কোলাঘাট নিবাসী মথুর মান্না। নবান্ন অভিযানে যাওয়া নয়, তাঁর উদ্দেশ ছিল এই সুযোগে নিউমার্কেট থেকে পুজোর বাজার করে নেওয়া। অভিযোগ, পুলিশের অতিসক্রিয়তার খেসারত দিতে হয়েছে ছাপোষা মাঝবয়সীকে। সংবাদমাধ্যমকে সামনে পেয়ে অসহায়তা ব্যক্ত করেছেন।

পুলিশের হাতে আটক হওয়া কোলাঘাটবাসীর মতোই ক্ষোভে ফুঁসেছেন পথে নামা অসংখ্য জনগণ। মিছিল ও ধর্নার কারনে কোথাও আটকে পড়েছে রোগী সহ অ্যাম্বুল্যান্স, কোথাও আবার হেঁটে হেঁটেই গন্তব্যে পৌঁছতে হয়েছে অফিসযাত্রীদের। স্কুল-কলেজে পরীক্ষা কিংবা ক্লাস করতে এসেও দুর্ভোগ পোহাতে হয়েছে অভিভাবক সহ শিক্ষার্থীদের। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলির যে কোনও অভিযান ঘিরেই আমজনতার দুর্ভোগের ছবিটা কিন্তু কমবেশি একই রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজনৈতিক দলগুলি কিন্তু সপ্তাহের ব্যস্ত দিনেও তাঁদের রাজনৈতিক কর্মসূচি বজায় রেখেছ।