কেন্দ্রীয় সরকারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক

0
43

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : সরকারি পরিষেবা পেতে গিয়ে প্রায়শই হয়রানির শিকার হতে হয়। এরকম অভিযোগ বারবার উঠে এসেছে। এবার স্বয়ং বিধায়কের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযগ উথে এল। সরকারি দফতরে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়ির প্রধান ডাকঘরে এসে এমন ঘটনারই সম্মুখীন হলেন তিনি।

শুক্রবার শিলিগুড়ির প্রধান ডাকঘরে তেরঙ্গা সংগ্রহ করতে আসেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। পোস্টঅফিসে কেন্দ্র সরকারের কর্মীদের বিরুদ্ধে কাজে গাফিলতি ও তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন বিধায়ক শংকর ঘোষ। পোস্ট অফিসের কাউন্টারে তিরঙ্গা সংগ্রহ করতে দাঁড়ালে এক কর্মী জানান, খেতে গিয়েছে সেই কর্মী। শংকর বাবুকে বলা হয় প্রায় আধাঘন্টা পর এসে কি প্রয়োজন তা জানাতে। তা নিয়েই ক্ষোভে সরব হলেন বিধায়ক।

- Advertisement -

বিধায়কের অভিযোগ, দুপুরের খাবার বিরতির আগেই সেই কর্মী খেতে চলে গিয়েছিল। যার ফলে শুধু বিধায়ক নন সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে সরকারি পরিষেবা পেতে। অন্যদিকে পোস্ট অফিসের শিলিগুড়ি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সুপারইনটেন্ডেন্ট সুস্মিতা চক্রবর্তী জানান, পোস্ট অফিসের কর্মীদের জন্য বিধায়কের পাশাপাশি সাধারণ মানুষেরও যদি কোনও ভাবে সরকারি পরিষেবা পেতে হেনস্থার শিকার হতে হয় তবে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।