ব্যারাকপুর শিল্পাঞ্চলের জুট মিলগুলির উন্নয়নে ১৫০০ কোটি দেবে বিজেপি সরকার, ঘোষণা স্মৃতির

0
133
File Picture

ব্যারাকপুর: ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলগুলির উন্নয়নে বিজেপি সরকারের তরফ থেকে ১৫০০ কোটি টাকা দেওয়া হবে। বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের সমর্থনে সভা করতে এসে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

তাঁর দাবি, বিজেপি বাংলায় সরকার গঠন করবে এটা নিশ্চিত। আমরা আসলে সকল গরিব পরিবারের মেয়েদের স্কুল থেকে কলেজ পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করে দেওয়া হবে। বাংলার মহিলাদের জন্য সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।

- Advertisement -

অশোকনগরের বিজেপি প্রার্থীর তনুজা চক্রবর্তীর সমর্থনেও গতকাল সভা করেন স্মৃতি। সেখানে স্মৃতি বলেন, বাংলার রাস্তাঘাট ভাঙা। প্রধানমন্ত্রী টাকা পাঠালেও সেই টাকা কোথায় গেল, তার উত্তর দিদি দিতে পারছেন না। মমতা দিদি ছবি আঁকতে আর খেলা খেলতে রাজনীতিতে করছেন। অশোকনগরের তৃণমূল প্রার্থীকে স্মাগলার বলে কটাক্ষ করেন তিনি।

নন্দীগ্রাম থেকেই দিদির খেলা শেষ হবে বলে দাবি করেন স্মৃতি। তাঁর কথায়, দিদির খেলা শেষ করবে নন্দীগ্রাম। পুরো বাংলার মানুষ নিশ্চিত করেছে যে তারা একটাও ভোট তৃণমূলকে দেবে না। ১০ বছর তৃণমূল মা, মাটি, মানুষের কথা বলে মাকে অপমানিত করেছে। মাটিকে রক্ত দিয়ে লাল করেছে। আর মানুষের থেকে কাটমানি নিয়েছে। তাই বাংলার মানুষ এখন নিশ্চিত করেছে তৃণমূল যাচ্ছে এবং বিজেপি আসছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গ্রামে গ্রামে রাস্তা-খাবার-জল নেই। নরেন্দ্র মোদী যে ৯০০ কোটি টাকা পাঠিয়েছেন, সেই টাকা কোথায়? নাম না করে তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, তুমি এতদিন অত্যাচার করছো, তোমার অত্যাচারের খেলা শেষ। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় পুলিশের একটি মহিলা ব্যাটেলিয়ান তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।