ফের গুলির রাজনীতিতে ফিরল ভাটপাড়া, হত যুবক

0
23

ভাটপাড়া: ফের গুলির রাজনীতিতে ফিরল ভাটপাড়া৷ প্রকাশ্যে চলল বেশ কয়েক রাউন্ড গুলি৷ সূত্রের খবর, দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে হত এক যুবক৷ নিহতের নাম সালাউদ্দিন আনসারি৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায়। ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক উত্তেজনা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনেই চায়ের দোকানে বসে গল্প করছিলেন মহম্মদ সালাউদ্দিন আনসারি ওরফে মুকুল (২৭)। সেখানে বসে সিগারেট খাচ্ছিল মুকুল৷ পাচঁজন এসে গল্প করতে করতেই সালাউদ্দিনের মাথায় গুলি করে। এলোপাথারিভাবে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ আচমকা গুলি এবং গুলির আওয়াজে এলাকার বাসিন্দারা হতচকিত হয়ে যান৷ মাথার পাশাপাশি গুলি লাগে শরীরে অন্য অংশেও৷ রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, পুলিশি নিস্ক্রিয়তার জেরে এলাকায় ক্রমেই বাড়ছে অসমাজবিরোধী কার্যকলাপ৷ ঘটনার নেপথ্যে রাজনীতির অভিযোগও সামনে এনেছেন স্থানীয়দের একাংশ৷ জানা গিয়েছে, মুকুল ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন৷ সক্রিয়ভাবে তৃণমূলও করতেন৷ ঠিক কি কারণে এই খুন তা অবশ্য স্পষ্ট নয়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

আরও পড়ুন: শুভেন্দুকে মারার ছক কষা হয়েছিল, বিস্ফোরক দাবি বিজেপি বিধায়িকার