
খাস ডেক্স: ফের বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার৷ ৮ হাজার ৮৯ জন সরকারি কর্মচারী ও আধিকারিকের পদোন্নতির ঘোষণা করল নরেন্দ্র মোদী৷ তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি জনজাতির (এসটি) জন্য সরক্ষণের ব্যবস্থা করেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর সূত্রে জানা গিয়েছে, কর্মী ও আধিকারিকদের পদোন্নতির বিষয়টি গত ৬ বছর ধরে আইনি জটিলতার জন্য আটকে ছিল৷ পদোন্নতির ক্ষেত্রে ১,৭৩৪টি পদকে সংরক্ষণের মাপকাঠি হিসেবে ধরা হয়নি৷ সেই সঙ্গে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের পদোন্নতি হয়েছে ৫,০৩২টির৷
পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পেয়েছেন ৭২৭ জন এসসি এবং ২০৭ জন এসটি কর্মী৷ কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর ৩৮৯টি পদোন্নতির ক্ষেত্রে কোনও তথ্য দেয়নি৷ প্রসঙ্গত, চলতি বছরের নয়া কোনও মাপকাঠি তৈরিতে নারাজ ছিল সুপ্রিম কোর্ট৷ সরকারি চাকরিতে তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে এমনটাই জানিয়ে ছিল শীর্ষ আদালত৷