আমফান কবলিত এলাকায় খাবার বিতরণ করল ভারত সেবাশ্রম সংঘ

0
213

হাওড়া: ঘূর্ণি ঝড় আমফান বিধ্বস্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন যে আমফান আছড়ে পড়ার পরের দিনই উত্তর ২৪ পরগনার মহেন্দ্রগঞ্জে রান্না করা খাবার বিতরণ করা শুরু হয়।

শনিবার থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জে ২০ হাজার লোকের জন্যে রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাল, ডাল ও অন্যান্য সহযোগীতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মহারাজ।

- Advertisement -

সেই সহযোগিতার মাধ্যমেই সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা উত্তর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তীর্ন আমফান কবলিত এলাকায় গ্রীহহীন মানুষদের রান্না করা খাবার দেওয়ার কাজ করবে। রবিবার থেকে দুই ২৪ পরগনায় পুরদমে এই কাজ শুরু হবে। এ জন্যে শনিবারই দুই ২৪ পরগনায় সঙ্ঘের শাখা কেন্দ্রগুলিতে সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা পৌঁছে গিয়েছেন।

মহারাজ দক্ষিণ ২৪ পরগনার হাসনাবাদের বহু মানুষ ঘরছাড়া। দাসপাড়ায় নদীবাঁধ ভেঙে ৮০০ পরিবার গ্রীহহীন। রাঙাবেলিয়ায় আধ কিলোমিটার রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। এছাড়া হরেকৃষ্ণপুর ফিশারিপাড়া,গোসাবা সহ বেশ কিছু জাওয়াগ রবিবার থেকে রান্না করা খাবার বিতরন শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাকি এলাকাগুলিতে সোমবার থেকে শুরু হয়ে যাবে।