গুরুপ্রণাম: আজকের জন্য খোলা বেলুড় মঠ, বিধি মেনেই সমাগম

0
45

বেলুড়: করোনা আবহে রাজ্য সরকারের জারি একাধিক বিধিনিষেধের মাঝেই গুরুপূর্ণিমা উপলক্ষে খুলল বেলুড় মঠের দরজা৷ শুধুমাত্র আজকের জন্যই খোলা থাকছে মঠ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ভক্তদের। এমনকি, মন্দিরে ঢোকার অনুমতিও দেওয়া হচ্ছে তাদের।

আরও পড়ুন, দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সেলফি তুলেই সমুদ্রে নামার স্বাদ মেটাতে হচ্ছে পর্যটকদের

- Advertisement -

আজ সকাল সাড়ে সাতটা থেকে ১১ টা অবধি খোলা থাকে মঠ। ভক্তদের প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি ফের খুলবে এই মঠের দরজা। এখনও অবধি যে চিত্র সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে যে মঠে এসেই মাঠপ্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। বৃষ্টি মাথায় করেই সকলে ভীড় জমিয়েছেন৷

আসলে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকলেও বর্তমানে রাজ্যে অনেকটাই কম সংক্রমণ। তাই সবদিক বিচার করেই আজকের জন্য মঠ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। তবে শুধু বেলুড় নয়, গোটা হাওড়া জেলাতেই মৃত্যু, আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে।

আরও পড়ুন, শিশুদের ভ্যাকসিন দেওয়া হতে পারে পুজোর আগেই: AIIMS প্রধান

তবে, মন্দিরে প্রবেশ করতে পারলেও সমস্ত সন্ন্যাসী মহারাজদের সঙ্গে ভক্তদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই শিষ্যদের আশীর্বাদ করবেন মহারাজরা। মঠের অভ্যন্তরের বৈদিক মন্ত্রজপ, স্তোত্রপাঠ, ভজন, শ্রী শ্রী মা ও অন্যান্য স্বামিজীদের বক্তব্য সরাসরি সম্প্রচারের বন্দবস্ত করা হয়েছে। বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেল মারফত সেগুলি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউ চকাকালীন রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসী ও ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে একদিনের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্তের খবর পেয়ে খুশি মঠের ভক্ত ও দর্শনার্থীরা।