বীরভূমে ধরা পড়ল চার বাংলাদেশি সুপারি কিলার, নিশানায় ছিলেন হেভিওয়েট তৃণমূল নেতা

0
358

শিউরি: বীরভূম থেকে ধরা পড়ল ছয় দুষ্কৃতী৷ তাদের মধ্যে চার জনই বাংলাদেশি৷ পুলিশ জানিয়েছে, ওই চার বাংলাদেশি সুপারি কিলার৷ রাজ্যের এক তৃণমূল নেতাকে খুনের সুপারি পেয়েছিল তারা৷

যদিও কে সেই তৃণমূল নেতা তা জানায়নি পুলিশ৷ কিন্তু শুধু যদি বীরভূমের দিকে তাকানো যায় তাহলে জেলার দাপুটে তৃণমূল নেতা একজনই৷ তিনি অনুব্রত মন্ডল৷ তবে তাঁর প্রাণ সংশয় নিয়ে কোনও খবর সম্প্রতি পাওয়া যায়নি৷ কিন্তু পুলিশ সেই তৃণমূল নেতার নাম না নেওয়ায় অনেক নেতার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে জেলায়৷

- Advertisement -

জানা গিয়েছে রবিবার রাতে শান্তিনিকেতন থানা এলাকার তালতোড় গ্রামের একটি বাড়ি থেকে ওই জনকে গ্রেফতার করে পুলিশ৷ চার জন বাংলাদেশি ছাড়া দু’জন স্থানীয় যুবক ধরা পড়েছে বলে খবর৷ ওই বাড়ি থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, নাইন এমএম পিস্তল, বোমা তৈরির মশলা ইত্যাদি৷ ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে৷ তাদের পুলিশ হেফাজত চাওয়া হতে পারে৷