অপরাধের আগে পর্দা ফাঁস পুলিশের, গ্রেফতার ৪

0
152

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: বাইক চুরি চক্রের বড়সড়ো সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ। চুরি যাওয়া বাইক পাচারের আগে চার অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। পাশাপাশি আরও চারটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হল কাঁথি থানার কামারবেড়িয়া গ্রামের প্রকাশ মাইতি, খেজুরির তালপাটি উপকূল থানার মতিলালচক গ্রামের সৌরভ দাস, মারিশদা থানার জামুয়া শঙ্করপুর এলাকায় উৎপল পয়ড়্যা ও সদানন্দ জানা। শনিবার ধৃতদের অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়৷

- Advertisement -

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া আরও একাধিক বাইক উদ্ধার হওয়া সম্ভাবনা রয়েছে বলে পুলিশের অনুমান। সূত্রের খবর, সম্প্রতি কয়েকমাস ধরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা চুরি যাচ্ছিল একের পর এক বাইক। দুষ্কৃতিদের ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল জেলা পুলিশের আধিকারিকরা।

এরপর মারিশদা বিধুবাহিরী গ্রামের লঙ্কেশ্বর মন্দির সংলগ্ন একাধিক চুরি যাওয়া বাইক পাচার করার জন্য জড়ো হয়েছিল বেশ কয়েকজন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু নেতৃত্বে বিশাল পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেন। পুলিশ আসার খবর পেয়ে বেশ কয়েকজন যুবক পালিয়ে যায়৷

চারজন যুবক পুলিশের হাতেনাতে ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে চারটি বাইক উদ্ধার করে। মারিশদা থানার ওসি রাজু কুণ্ডু জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চারটি চুরি যাওয়া বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও অভিযুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।