মমতার রাজ্যে ঝাঁপ বন্ধ আরও এক কারখানার, দুশ্চিন্তায় শ্রমিকেরা

0
49

হাওড়া: রাজ্যে নতুন শিল্প আসার পরিবর্তে বন্ধ হচ্ছে একের পর এক কলকারখানা৷ এবার সেই তালিকায় যুক্ত হল হাওড়ার দাসনগরের ভারত জুটমিল। প্রোডাকশন নেই।উৎপাদন শূন্য। এমন কারণ দেখিয়ে শ্রমিকদের আগাম কিছু না জানিয়েই আগামী সাত দিনের জন্য মিল বন্ধ করে দিলেন মালিকপক্ষ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়৷

বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন শ্রমিকেরা৷ তাঁরা জানিয়েছেন, এই মিলে ২৪ শতাংশ রাজ্য সরকারের শেয়ার থাকলেও বাকি ৭৬ শতাংশ শেয়ারই প্রাইভেট মালিকের। শ্রমিকদের অভিযোগ, ওই প্রাইভেট মালিক আবার এখানে আরও ২-৩টি অর্থলগ্নি সংস্থাকে মিল চালানোর দায়িত্ব দিয়েছে। এর জেরে বর্তমানে মিলের কর্তৃত্ব নিয়ে তাদের নিজেদের মধ্যেই চলছে গন্ডগোল। এরই প্রভাব পড়ছে কাজেও।

- Advertisement -

শ্রমিকদের অভিযোগ, সরকারের তরফ থেকেই নেই কোনও নজরদারি৷ তার ফলেই মালিকপক্ষ যা খুশি তাই করে চলেছেন৷ শ্রমিকদের না জানিয়েই আজ সকাল থেকে মিল বন্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে কাঁচামাল আমদানি। এক সপ্তাহের জন্য বলা হলেও পূর্বের অভিজ্ঞতা থেকে শ্রমিকদের আশঙ্কা, কবে মিল খুলবে খুবই দুশ্চিন্তা। এই নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জুটমিলে। কয়েকদিন আগে মিলের মালিকপক্ষের শরিকি বচসায় উত্তপ্ত হয়েছিল ভারত জুটমিল। এখন কর্মহীন হওয়ার আশঙ্কায় কয়েকশো শ্রমিক।

আরও পড়ুন: গান্ধী পরিবারের জন্য দেশে আলাদা আইন হবে না কি, বড় প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র