আমফানের জেরে হলদিয়ার শিল্পতালুকে ১৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট

0
428

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আমফানে তাণ্ডবে পূর্ব মেদিনীপুর জেলায় কৃষি ও মৎস্য চাষে যেমন ক্ষতি হয়েছে তেমন কারখানাগুলিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ সাইক্লোনের জেরে হলদিয়ার শিল্প কারখানার প্রায় ১৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি প্রাথমিক রিপোর্ট জমা পড়ল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। ক্ষুদ্র মাঝারি থেকে বড় সমস্ত শিল্প সংস্থায় ঘূর্ণিঝড়ের কারণে কত কোটি টাকার ক্ষতি হয়েছে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷

ঝড়ের তাণ্ডবে কোথাও কারখানার নকশা পাল্টে গিয়েছে৷ কোথাও যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে গিয়েছে উৎপাদন। কোথাও আবার কারখানার বিশাল যন্ত্রাংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। বিভিন্ন কারখানার সোলার বিদ্যুৎ স্টেশনগুলো অকেজো হয়ে গিয়েছে। পেট্রল রসায়ন কারখানার চারপাশে দূষণ রোধ করতে কৃত্রিম বনাঞ্চল কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। সোলার বিদ্যুৎ স্টেশনগুলো দুমড়ে-মুচড়ে গিয়েছে।

- Advertisement -

এছাড়া পেট্রকেমিক্যাল, আইওসি, এমসিপিআই (মিৎস্যুবিশি), হলদিয়া এনার্জি আদানী ভোজ্য তেল, রেনুকা সুগার, হলদিয়া রিফাইনারি, হলদি কেমিক্যাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি শিল্প সংস্থাগুলির। হলদিয়া এইচডি এর কাছ থেকে ক্ষুদ্র শিল্প সংস্থার গড়ে তোলার লক্ষ্য নিয়ে হলদিয়া বিভিন্ন জায়গায় ছোট্ট-ছোট্ট প্রকল্প শুরু হয়েছিল। হলদি কেমিক্যাল তার অন্যতম।

হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছ থেকে প্রায় সাড়ে তেরো একর জায়গা নিয়ে প্রকল্পের কাজ শুরু করেছিল। কিন্তু শুরু হওয়ার আগেই আমফান ঘূর্ণিঝড়ে সেটি বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। হলদি কেমিক্যালসের উদ্যোগপতি শেখ মুজ্জাফর বলেন, ‘‘এইচডি-র কাছ থেকে জায়গা নিয়েছিলাম। ব্যাংক থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা লোন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এখানে বড় কারখানার সেট বানানো হচ্ছিল। এখানে মূলত উৎপাদন হওয়ার কথা ছিল জুট ব্যাগ৷ কিন্তু আমফান ঝড়ে সব ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে এইচডিইও এবং রাজ্যের পরিবহণ ও পরিবেশ মন্ত্রী এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারীকে কাছে আমরা জানিয়েছি। এই প্রজেক্টের একটি ক্ষয়ক্ষতি রিপোর্টও তাদের কাছে আমরা জমা দিয়েছি৷’’