জোড়াসাঁকোতে শাহী সফর, ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান অমিতের

0
44
amit shah on jorashanko

কলকাতাঃ জোড়াসাঁকোতে অমিত শাহ (Amit Shah)। আজ ২৫ শে বৈশাখ। বাঙালির প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) জন্মদিন। সেই উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন।  ঘুরে দেখেন রবিঠাকুরের বাড়ি।

আরও পড়ুন :সারা দেশে গুটিয়ে গিয়ে এখন কালীঘাটে ঠেকেছে, তৃণমূলের নতুন নামকরণ করলেন দিলীপ ঘোষ

- Advertisement -

অমিত শাহের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জোড়াসাঁকোয় শাহী সফর ঘিরে নিরাপত্তা ছিল জোরদার। তারই মাঝে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কবিগুরুর জন্মদিন উপলক্ষে ভিড় ছিল সাধারণ মানুষের।

আরও পড়ুন :আজ ২৫ বৈশাখ, জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন , সাড়ম্বরে পালিত কবিগুরুর জন্মজয়ন্তী

আরও পড়ুন :Horoscope Today : পরকীয়ার অপবাদ, মানহানির সম্ভবনা, আপনার আজকের দিনটি কেমন…

প্রসঙ্গত গতকালই অমিত শাহের (Amit Shah) সফর নিয়ে কটাক্ষ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘‘উনি বাংলায় আসুন, ওঁকে স্বাগত। আমি এমনও বলছি না, শান্তি ফেরানোর জন্য অশান্তির এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে হবে। কিন্তু বাংলায় কিছু হলেই কিন্তু পরের দিন ওঁরা চলে আসেন। তখন ১৪৪ ধারা জারি থাকলেও তা মানেন না।’’ মণিপুর প্রসঙ্গ টেনে এই কথা বলতে শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।