কাঠামোতে মাটি দেওয়ার কাজ শুরু হলেও মন ভাল নেই মৃৎশিল্পীদের

0
67

বাঁকুড়া: রথ যাত্রা মানেই শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে যাওয়া। প্রাচীণ প্রথা মেনে এদিন থেকেই কাঠামোতে মাটি দেওয়ার কাজ শুরু করলেন মৃৎশিল্পীরা। কিন্ত চলতি করোনা আবহে সব কিছু নিয়ম মেনে হলেও মন ভাল নেই মৃৎশিল্পীদের। কারণ বড় পুজো কমিটিগুলির তরফে এখনও প্রতিমার কোন ‘অর্ডার’ নেই। ফলে চরম দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা।

আরও পড়ুন: রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে সিআইডি

- Advertisement -

নিয়ম মেনে রথের দিন থেকে কাঠামোয় মাটি দেওয়া হলেও তার আগে থেকেই প্রতিমা তৈরির অর্ডার পেয়ে যেতেন মৃৎশিল্পীরা৷ ফলে নাওয়া খাওয়ার সময় থাকত না তাঁদের৷ অথচ এবারে সেখানে মাছি তাড়ানো হাল! বাঁকুড়া শহরের প্রবীণ মৃৎশিল্পী শ্যামসুন্দর চন্দ বলেন, ‘‘প্রতিমা তৈরি করেই আমরা জীবিকা নির্বাহ করি। অন্যান্য বছর রথের আগে থেকেই বিভিন্ন পুজো কমিটির সঙ্গে চুক্তি হয়ে যেত। এবছর এখনও কোন ‘অর্ডার’ আসেনি। গত বারেও একই অবস্থা, এবারেও কি হবে বুঝতে পারছি না৷’’

আরও পড়ুন: কুণালের মুখে জয় শ্রীরাম শুনে চমকে উঠলেন পেট্রল পাম্পের কর্মীরা

বাঁকুড়া শহরেরই বড় ষোলোআনা দূর্গোৎসব কমিটির সম্পাদক নান্টু কুণ্ডু বলেন, ‘‘পুরো বিষয়টা কোভিড পরিস্থিতির উপর নির্ভর করছে। তারপর সরকারি নির্দেশিকা মেনেই পুজো হবে। তবে প্রতিমা প্রতিবছর যেভাবে হয় ও যে শিল্পী তৈরী করেন তিনিই করবেন৷’’ একই সঙ্গে তিনি বলছেন, ‘‘করোনা আবহ এবং টানা লক ডাউনে মানুষের রোজগার কমে গিয়েছে৷ ফলে পুজো হলেও আগের মতো জাঁকজমক করে পুজো করার পরিস্থিতি নেই বললেই চলে৷’’