রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্তে সিআইডি

0
36

কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করল রাজ্যের গোয়েন্দা দফতর (সিআইডি)। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে এখবর জানা গিয়েছে৷ ইতিমধ্যে মৃত দেহরক্ষীর বাড়ি, মহিষাদলের সরবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিআইডির তদন্তকারী দলের সদস্যরা৷

আরও পড়ুন: কুণালের মুখে জয় শ্রীরাম শুনে চমকে উঠলেন পেট্রলপাম্পের কর্মীরা

- Advertisement -

প্রসঙ্গত, আড়াই বছর আগে অস্বাভাবিক মৃত্যু হয় শুভেন্দুর দেহ রক্ষী শুভব্রত চক্রবর্তী৷ এবিষয়ে গত ৭ জুলাই প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। তাতে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়৷ সুপর্ণাদেবীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মামলায় শুভেন্দু সহ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ (বি) ধারায় মামলার রুজু করেছে পুলিশ৷

আরও পড়ুন: রাজনীতি ভুলে ধূপকাঠি বিক্রি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

নিরাপত্তারক্ষীর স্ত্রী সুপর্না কাঞ্জিলাল চক্রবর্তী জানান, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী প্রয়াত শুভব্রত চক্রবর্তী। তিনি প্রায় ৬- ৭ বছর ধরে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার সুবাদে কাঁথিতে থাকতেন। অভিযোগ, ২০১৮ সালের ১৩ অক্টোবর প্রতিদিনের মতই তাঁর স্বামী সকাল ১০টা নাগাদ ফোনে জানান বাড়ি ফেরার কথা। কিন্তু আকস্মিক ভাবে সুপর্নার জা ফোন করে ১১ টা ২০ নাগাদ তাঁকে দ্রুত বাড়ি আসতে বলেন। বাড়ি এসে সুপর্না শোনেন, তাঁর স্বামী হাসপাতালে ভর্তি। ১৪ অক্টোবর কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয়।

সুপর্ণার অভিযোগ, ‘‘শুভেন্দুবাবু এতদিন রাজ্যের দাপুটে মন্ত্রী ছিলেন৷ ফলে ভয়ে এতদিন তিনি স্বামীর মৃত্যুর বিচার চাওয়ার সাহস দেখাতে পারেননি৷’’ অবশেষে ঘটনার তদন্তে নামল সিআইডি৷ স্বাভাবিকভাবেই রাজনৈতিক শিবিরে জোর জল্পনা শুরু হয়েছে৷