জলঙ্গিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত দুই

0
118

বহরমপুর: ভোটের মুখে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের জলঙ্গিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। হামলার জেরে দুই বিজেপি কর্মী আহত হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির।

জলঙ্গির হুকাহারা গ্রামে বুধবার রাতে বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেইসময় তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। পরে হাতাহাতি বেধে যায়। বিজেপির অভিযোগ, তাদের দুই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

- Advertisement -

এদিকে পশ্চিম বর্ধমান জেলায় দলীয় প্রার্থীর মিছিলে অংশ নেওয়ায় বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। অন্ডালের শঙ্করপুর এলাকায় বুধবার রাতে পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির মিছিল ছিল।

গেরুয়া শিবিরের অভিযোগ, ওই মিছিলে যোগ দেওয়ায় তাদের কয়েকজন কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল। কর্মীদের মারধর করার পাশাপশি বাড়িও ভাঙচুর করা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।