ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙচুর-মারধরের অভিযোগ দলীয় কর্মীদের বিরুদ্ধে

0
62

হলদিয়া: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে উঠল শিল্পনগরী হলদিয়া। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল দলীয় জেলা সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত জখম অবস্থায় কর্মীকে উদ্ধার করে কলকাতায় একটি স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনা প্রকাশ্যে আসার পরই নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন- লক্ষ লক্ষ পাশের হার, স্নাতকোত্তরে নেই আসন, এ কেমন শিক্ষাব্যবস্থা…

- Advertisement -

তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্বরাও। যদিও এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডলকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তাই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ার ব্রজনাথচকে ২২ নং বাসিন্দা তৃণমূল কর্মী বাপন ভূঁইয়ার বাড়িতে সোমবার রাতে চড়াও হয় তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মণ্ডলের অনুগামীরা। ওই তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর চালায় ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। পাশাপাশি ওই তৃণমূল কর্মী কঙ্কন ভূঁইয়াকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আক্রান্তের বাড়িতে ছুটে যান তৃণমূল কর্মী সমর্থকরা।

আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারে আমি মহিলা সদস্য প্রভাতী ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা তৃনমূল কংগ্রেস করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বরাবরই আজগর আলীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করি। সেই কারণে দেবপ্রসাদ মণ্ডলের অনুগামীরা এসে বাড়ি ভাঙচুর করেছে। বেধড়ক মারধর করেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছে।”

আরও পড়ুন-IOCL Recruitment: এবার ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত 

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল চরম গোষ্ঠী কোন্দলের জর্জরিত। নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে ক্ষমতা দখল করার জন্যই। কারখানায় গেটে কে নেতৃত্ব দেবে ? কে কতখানি টাকা তুলবে তার প্রতিযোগিতা চলছে। একদিকে জেলা সভাপতি, অন্যদিকে মন্ত্রী। দুজনের মধ্যে ভাগাভাগি কোন দিকে যাবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। তৃণমূল কংগ্রেস দলটা হলদিয়ার বুকে শেষ হবে। হলদিয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপসী মণ্ডলকে জয়যুক্ত করেছে। তৃণমূল কংগ্রেসের আচরণ আগামী পৌরসভা নির্বাচনে হলদিয়ায় ধুয়েমুছে সাফ করে দেবে।”