উদয়ন গুহের হুঁশিয়ারির পরেই উত্তপ্ত দিনহাটা, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ 

0
33

কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগেই ফের উত্তপ্ত দিনহাটা! উদয়ন গুহের হুঁশিয়ারির পরেই বিজেপি কর্মীদের বাড়ি, দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠল। বাড়ি, দলীয় কার্যালয় ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে তৃণমূলের বিরুদ্ধে! যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল! আর এই ঘটনার জেরেই শোরগোল ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর হামলায় ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি! হামলার ঘটনায় একে অপরের দোষারোপ করছে শাসক-বিরোধী দল! এবার এই হামলার ঘটনায় তৃণমূলকে তোপ দেগেছেন বিরোধী দলনেতারা। এই আবহে হুঁশিয়ারী দিয়েছিলেন উদয়ন গুহ। বলেছিলেন, “বুড়িরহাট এলাকায় একটি ও বিজেপি কর্মী যেন বাইরে বেরোতে না পারে। নিশিত প্রামাণিকের এই ঘটনার ফল ভুগতে হবে বুড়িরহাটের বিজেপি কর্মীদের।” এরপরেই একের পর এক ভাঙচুরের ঘটনা সামনে আসতে থাকে।

- Advertisement -

আরও পড়ুন-“হিন্দি-উর্দু সহ একাধিক ভারতীয় ভাষা ব্রিটেনের আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”

জানা গিয়েছে, শনিবার বিকেলে দিনহাটা শহরে দিনহাটা বিজেপির শহর মন্ডল সাধারণ সম্পাদক মুন্না শাউয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই যার কিছুটা অংশ ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী ভাঙচুর চালাচ্ছে। অন্যদিকে, দিনহাটার কালমাটি এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও সাহেবগঞ্জে বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুরেরও অভিযোগ উঠছে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার একপ্রস্ত জন সংযোগ সারতে কোচবিহারের বুড়ির হাট এলাকায় যান নিশীথ। পাশাপাশি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটার বিভিন্ন জায়গা পরিদর্শন, ‘ক্ষতিগ্রস্ত’ বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার লক্ষ্য ছিল তাঁর। সেইমত দিনহাটার বুড়িরহাট এলাকায় পৌঁছে যায় নিশীথের কনভয়। অভিযোগ সেখানে যেতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখাতে থাকে। সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। এরপর তা গড়ায় হাতাহাতিতে। দ্রুত পরিস্থিতি বদলে যায়। অভিযোগ এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ভেঙে যায় তাঁর গাড়ির কাচ । পরিস্থিতি বেগতিক বুঝে নিরাপত্তারক্ষীরা নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দেন মন্ত্রী নিশীথ প্রামানিক (nisith pramanik)। বলেন, ‘‘বাংলা এখন দুষ্কৃতীদের রাজত্ব হয়ে গিয়েছে। যে ভাবে দুষ্কৃতীরা হামলা করছে, তা কখনও স্বাভাবিক রাজনীতির পরিবেশ হতে পারে না। বাংলার মানুষ দেখুন, কী চলছে।’’