ফের শুভেন্দুর বাড়িতে হানা, শান্তিকুঞ্জের ভিডিওগ্রাফি করল সিআইডি

0
100

কাঁথি: এবার কাঁথির অধিকারী বাড়ি ‘শান্তিকুঞ্জে’র ভিডিওগ্রাফি করলেন সিআইডির গোয়েন্দারা৷ শনিবার বেলা ১২টা ৫০ মিনিট নাগাদ চার সদস্যের সিআইডি প্রতিনিধি দল পৌঁছান শুভেন্দু অধিকারীর বাড়ির চৌকাঠে৷ বাড়িতে না ঢুকলেও উলটো দিকে থাকা পুলিশ ব্যারাকে যান তাঁরা৷ শুভেন্দুর রক্ষী খুনের ঘটনায় সেখানে ফের পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা৷

আরও পড়ুন: ‘বিজেপি না ছাড়লে তোকে নিয়ে ফুটবল খেলব’’- এবার সন্ত্রাসেও ‘খেলা হবে’ স্লোগান

- Advertisement -

২০১৮ সালে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর তৎকালীন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর৷ ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত ৭ জুলাই প্রয়াত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। তাতে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়৷ সুপর্ণাদেবীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মামলায় শুভেন্দু সহ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ (বি) ধারায় মামলার রুজু করে পুলিশ৷ এরপরই তদন্তভার যায় সিআইডির হাতে৷

আরও পড়ুন: বৃক্ষরোপণ করতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি, চাঞ্চল্য এলাকায়

তদন্তের কারণে এর আগে শুভেন্দুর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে জেরা করেছিলেন তদন্তকারীরা৷ এদিন কাঁথিতে করকুলি এলাকায় শুভেন্দুর বাড়িতে আসার আগে তদন্তকারীরা পৌঁছান নিহত শুভব্রতর বাড়িতে৷ সেখানে এদিন ফের শুভব্রতর স্ত্রী, মা সহ পরিজনদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে নিহত শুভব্রতর একাধিক সহকর্মীর সঙ্গে কথা বলেন গোয়েন্দারা৷ এর আগে কাঁথি থানা থেকেও এবিষয়ে একাধিক নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা৷