২৪সালের পর বিজেপি অফিসে চা বইতে হবে শুভেন্দু অধিকারীকে: বেচারাম মান্না

0
95

খাস প্রতিবেদন: ফের শাসকের আক্রমণের মুখে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ অধিকারী পরিবারের মেজো পুত্রকে ‘বড় দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে বিস্ফোরক দাবি সামনে এনেছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না৷ বস্তুত, রাজ্যের একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই প্রসঙ্গেই বেচারামের বিস্ফোরক দাবি, ‘‘কেন্দ্রের এজেন্সি দিয়ে শুভেন্দু অধিকারী যে ভাবে বাংলা কে অশান্ত করার চেষ্টা করছেন তাতে ওনাকে ২৪সালের পর বিজেপি অফিসে চা বইতে হবে!’’

নিজের দাবির স্বপক্ষে বেচারামের ব্যাখ্যা, ‘‘উনি যখন তৃণমূলে ছিলেন তখন সুস্থতা ছিল৷ আর বিজেপিতে গিয়ে মনে হয় অসুস্থ হয়ে পড়েছেন! আর মাঝে মধ্যে মনে হয় নেশা ভাঙ করেন। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে টেক্কা দেবার জন্যে গরম গরম কথা বলছেন।’’ দাবি করেছেন, ‘‘শুভেন্দু অধিকারী নিজে বড় দুর্নীতিগ্রস্ত। নারদা সারদা থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হতেন না।’’

- Advertisement -

মনে করিয়ে দিয়েছেন, ‘‘আন্দোলন করতে গিয়ে আমি ৪২দিন জেল খেটেছি, মার খেয়েছি কিন্তু উনি কখনো জেল খাটেন নি, মারও খান নি। সিঙ্গুরের মানুষ কোনোদিন দেখেন নি আমি চুন বালি সুরকির কারবার করেছি। সিঙ্গুরে মানুষ জানেন আমি জুট মিলে কাজ করতাম এবং চাষ করতাম আর আমার স্ত্রী ডাঃ করবী মান্না হোমিওপ্যাথি ডাক্তারী করতেন।’’ বস্তুত, সম্প্রতি বেচারাম ইস্যুতে সুর চড়িয়েছেন শুভেন্দু৷ তারই পাল্টা এই বয়ান বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা৷

আরও পড়ুন: বৌমাকে চিলেকোঠার ঘরে ১২ দিন আটকে রাখার অভিযোগ

আরও পড়ুন: রাস্তায় ছুটছে আগুনের গোলা, আগুন ছাড়াই ভাজা হল ডিম