প্রায় ১ বছর অভিভাবকহীন প্রয়াত নেতার বিধানসভা কেন্দ্র, কেন হচ্ছে না উপ নির্বাচন, প্রশ্ন অধীরের

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২২-এর ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় সাধন পাণ্ডের।

0
69
Adhir Chowdhury on by election maniktala

কলকাতা : মুর্শিদাবাদের (murshidabad) সাগরদিঘিতে ঘোষণা করা হয়েছে উপ নির্বাচন । তবে মানিকতলার উপ নির্বাচনের (by election) কথা ঘোষণা করা হল না কেন? নির্বাচন কমিশনের (election commission) সেই ঘোষণা নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই মানিকতলা কেন্দ্রের বিধায়ক ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে।

আরও পড়ুন :ভর সন্ধ্যায় ধোঁয়া দেখে উদ্বেগ, তড়িঘড়ি রাজভবনে পৌঁছাল দমকলের ২ টি ইঞ্জিন

- Advertisement -

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২২-এর ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে,গত বছরের ডিসেম্বরে মৃত্যু হয়েছে সাগরদিঘি কেন্দ্রের বিধায়ক সুব্রত সাহার। সাগরদিঘির বিধায়কের মৃত্যুর অল্প কয়েক দিনের মধ্যে সেই শূন্য পদে উপ নির্বাচন (by election) ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অধীর রঞ্জন চৌধুরী আবেদন জানিয়েছেন, দুই কেন্দ্রেরই একই অবস্থা। তাই নির্বাচন কমিশনের কাছে তাঁর অনুরোধ, যাতে দুই কেন্দ্রের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হয়। সূত্রের খবর, মানিকতলা কেন্দ্রের ক্ষেত্রে মামলা জটে আটকে রয়েছে নির্বাচন, তাই এক বছর হতে চললেও এই কেন্দ্রে উপনির্বাচন করা সম্ভব হচ্ছে না। এর ফলে কার্যত অভিভাবকহীন মানিকতলার সাধারণ মানুষ।

আরও পড়ুন :ভোটের মুখে উত্তপ্ত বাসন্তী, গোষ্ঠী বিবাদে অস্বস্তিতে শাসকদল

আরও পড়ুন :“টাকা নিয়ে ছিলাম, ফেরৎও দেওয়া হয়েছে”, নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ খুললেন নীলাদ্রি

২০২১-এর বিধানসভা নির্বাচনে মানিকতলা (miniktala) থেকে ২০ হাজার ২৩৮ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারান তিনি। তার দু’মাস পরে ৪ জুলাই ভোট গণনায় কারচুপির অভিযোগের সঙ্গে পুর্নগণনার দাবিতে কলকাতা হাইকোর্টে (kolkata high court) মামলা করেন কল্যাণ চৌবে। এখনও সেই মামলা বিচারাধীন। প্রসঙ্গত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই এ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের (by election) কথা ঘোষণা করা হয়েছে।