জাতীয় সড়কে দুর্ঘটনা, আটক মদ্যপ বাস চালক

0
20

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ মালবাজারে বির্সজনের দিনের ঘটনায় উদ্ধারকারীদের চাকরি দিতে গিয়েছেন তিনি৷ সেই সঙ্গে শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সহ বিজয়া সম্মেনলিকে যোগ দিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তাই গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য মালবাজার ও শিলিগুড়িতে পুলিশ কর্মীদের ক্লোজড করে ডিউটি দেওয়া হয়েছে৷ যার কারণে জাতীয় সড়ক সহ বেশ কিছু জায়গায় ঢিলে হয়েছে নজরদারি। নিরাপত্তার ফাঁক বুঝে বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে জাতীয় সড়কে৷

- Advertisement -

ফাটাপুকুরে কাছে জাতীয় সড়কে বুধবার গভীর রাতে পথ দুর্ঘটনা (Road Accident) ঘটে৷ মদ্যপ অবস্থায় এক চালক বাস চালাচ্ছিল৷ সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকা গাড়ি এবং স্কুটিকে পরপর ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায়৷ ঘটনায় তেমন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ৷ মদ্যপ অবস্থায় বাস চালককে আটক করে পুলিশ৷ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের ফাটাপুকুর পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসে যাত্রী না থাকায় বড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷