বিপুল পরিমাণে কচ্ছপ উদ্ধার বসিরহাটে, গ্রেফতার এক

0
197

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং উত্তর ২৪ পরগনার বনদফতর যৌথ অভিযানে নামে। বসিরহাট মহকুমার নৈহাটির বদরতলা এলাকায় অভিযান চালিয়ে ৬৩৭ টি কচ্ছপ উদ্ধার হয়। বাজেয়াপ্ত কচ্ছপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

যৌথ অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শুভম বিশ্বাস (৩০), বাড়ি নৈহাটির বদরতলা এলাকায়। এত বিপুল পরিমাণে কচ্ছপ কোথায় থেকে আনা হচ্ছিল এবং কোথায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে তদন্ত করবে ওয়াইল্ডলাইফ কন্ট্রোল ব্যুরো। বণ্যপ্রাণ বাঁচাও অভিযানে এটি একটি বড়সড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। পুলিশ, প্রশাসন এবং ওয়াইল্ডলাইফ কন্ট্রোল ব্যুরোর পারস্পরিক তথ্য আদান প্রদান সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে এই অভিযান সফল হতে পেরেছে।

- Advertisement -