গৃহস্থের পুকুরে ভাসছে কুমির, আতঙ্ক লোকালয়ে

0
177
crocodile

নিজস্ব সংবাদদাতা, পাথরপ্রতিমা: নিজেদের বাড়ির পুকুর৷ যে পুকুরের জলে নিত্যদিনের কাজ-কর্ম হয়, সেই পুকুরেই হঠাৎ দেখা গেল বিশাল আকারের একটি কুমির (crocodile) ভাসছে৷ ভাবুন তো কি অবস্থা হবে তখন৷ ঠিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এল প্লটের শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণ দুলাইয়ের খাস সংলগ্ন এলাকায়৷

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এলাকার বাসিন্দা গঙ্গাধর ঘুরিয়া নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে একটি বিশাল আকারের কুমির (crocodile) ভাসতে দেখেন৷ দেখা মাত্রই তিনি চিৎকার শুরু করেন৷ গ্রামবাসী কী হয়েছে জানতে তাঁর বাড়িতে আসেন৷ গঙ্গাধর বাবুর পুকুরে কুমির দেখে চক্ষু চড়কগাছ প্রতিবেশীদের৷

আরও পড়ুন: ফের ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৬.৩

মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে৷ কুমিরটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বনদফতর বিভাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামগঙ্গা ফরেস্ট অফিসের আধিকারিকেরা৷ বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার রাতেই কুমিরটিকে অবশেষে উদ্ধার করে আধিকারিকরা৷

আরও পড়ুন: Weather update: বজায় থাকবে ভ্যাপসা গরম, ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা… 

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কুমিরটির দৈর্ঘ্য ১৫ ফুট। কুমিরটির শারীরিক পরীক্ষা করার জন্য ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। কুমির শারীরিক পরীক্ষা করার পর সুন্দরবনের গভীর জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

এক গ্রামবাসী জানান, সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমা৷ এখানের ভগবতপুর কুমির প্রকল্প আছে৷ তাই পাথরপ্রতিমা বিভিন্ন নদীগুলিতে কুমিরের বাস। পাথরপ্রতিমাতে লোকালয়ে কুমির ঢুকে পড়া স্বাভাবিক ঘটনা। প্রায় সময় গ্রামবাসীদের পুকুরে বা লোকালয়ে দেখা মেলে দৈত্যাকৃতি কুমিরের।