Weather update: উত্তরে বৃষ্টি, দক্ষিণে শুষ্ক , জানুন কেমন যাবে আজকের আবহাওয়া 

0
773

খাস ডেস্ক: এখনও পুরোপুরি ভাবে শীত চলে যায়নি। দুপুরে সামান্য গরম লাগলেও ভোর ও রাতের দিকে বইছে শীতল হাওয়া। এরই মাঝে ফের রাজ্যে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। পাশাপাশি আগামী দুই দিন এইরকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু-এক জায়াগায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

- Advertisement -

  আরও পড়ুন-Horoscope: শনিতে এই ৫ রাশির বৃদ্ধি পাবে ধন-সম্পদ, জানুন আজকের রাশিফল

দফতর সূত্রের খবর, আগামী দু’দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। তারপর তিনদিন কোনও পরিবর্তন হবে না আবহাওয়াতে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে পারদ নামবে ১৪ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। ফের ১৬ তারিখ থেকে বাড়বে রাত ও দিনের তাপমাত্রা।

উল্লেখ্য, বৃষ্টি যেন কোনও ভাবেই পিছু ছাড়ছে না। দুদিন ও হয়নি বৃষ্টি কমেছিল বঙ্গে। বৃষ্টির রেশ কাটতে না কাটতেই ফের বঙ্গে বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বৃষ্টির সম্ভাবনার মাঝেই ফের শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।