Weather Update: তাপমাত্রার পারদ নিম্নমুখী, আর কতদিন থাকবে শীতের দাপট, জেনে নিন

0
4107

খাস ডেস্ক: অবশেষে জানুয়ারির শেষে শীতের দাপট বেড়েছে রাজ্যে। উত্তরের হাওয়া প্রবেশ করছে। যার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হচ্ছে। তবে আর কদিন চলবে এই শীতের দাপট, জানিয়ে দিয়েছে হাওয়া ভবন।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের দাপট আর মাত্র দুদিন। কারণ ফের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে। আর তার ফলেই বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়তে থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে সরস্বতী পুজোর সময়ে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অফিস। অর্থাৎ আগামী সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: মাসের শেষ দিনে কাটবে একাধিক রাশির সঙ্কট, দেখে নিন সোমবারের রাশিফল

একইসঙ্গে হাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েকদিন সামান্য ঠান্ডা কমতে পারে। তবে আগামী তিনদিন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। সেই সঙ্গে নামবে তাপমাত্রার পারদ। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যদিও ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস।