বিজেপির ইস্তেহার ‘ভাঙা অডিও ক্যাসেট’: অভিষেক

0
227

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করতে গিয়ে আপনারা দিল্লি ছাড়া হয়ে যাবেন না তো৷ আপনাদের যাবতীয় কুৎসা কাণ্ড মানুষ দেখতে পাচ্ছেন৷ ভোট বাক্সে মানুষ কড়াই গন্ডায় এর যোগ্য জবাব দেবেন৷ শুক্রবার বিষ্ণুপুরে দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: প্রশান্ত কিশোরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি শাহের

- Advertisement -

এদিন তিনি বলেন, ‘‘আমরা তৃণমূল কংগ্রেস মুখে যা বলি তা করে দেখাই। আর বিজেপির ইস্তাহার ‘ভাঙা অডিও ক্যাসেট’। ওরা কোনওভাবে বাংলার ক্ষমতায় আসবে না৷ উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে যেভাবে ওরা মানুষের জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে তা বাংলার মানুষ ভাল করেই জানেন৷’’ এরপরই রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘‘‘ভাল করে শুনে রাখুন৷ বাংলা ছাড়া করতে গিয়ে না আপনারা দিল্লি ছাড়া হয়ে যান৷’’

এদিন তৃণমূল যুব সভাপতির বক্তব্যের দীর্ঘ সময় জুড়ে ছিল বিজেপি বিরোধিতা। তিনি বলেন, বিজেপি এখন বলছে ‘সোনার বাংলা করব’। বিজেপি শাসিত রাজ্য ও দেশ এখনো কেন সোনার হয়নি প্রশ্ন তুলে বলেন, ‘‘বাংলাকে ইতিমধ্যেই সোনার বাংলা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এখানে বিনা পয়সায় শিক্ষা, রেশন, চিকিৎসা পরিষেবা মেলে। যা বিজেপি কোথাও করে দেখাতে পারেনি।’’

এরপরই দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা যেভাবে বাংলার সংস্কৃতিকে অপমান করছে তার যোগ্য জবাব দেওয়ার ভার উপস্থিত জনতার উপর ছেড়ে দেন তিনি। ‘দুয়ারে সরকার আর স্বাস্থ্য সাথী’ কার্ড ‘ভাঁওতা’ বলা দিলীপ ঘোষের দাদা-বৌদি ঐ কার্ড করিয়েছেন। দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওরা আয়ুস্মান ভারত প্রকল্পে রাজ্যের ১০ শতাংশ মানুষকে সুযোগ দিতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে পরিষেবা দিয়ে থাকেন৷ কোনটা ভাল ১০ নাকি ১০০ শতাংশ?’’বিষ্ণুপুরে এদিনের সভায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ঐ কেন্দ্রের প্রার্থী অর্চিতা বিদ সহ অন্যান্যরা।বিষ্ণুপুরের নির্বাচনী জনসভা শেষে সোনামুখী ও সবশেষে তালডাংরার বিবড়দা কলেজ মাঠে এক সভায় বক্তব্য রাখেন অভিষেক।