শিক্ষকের হাতে আহত স্কুলছাত্র, পথ অবরোধ ত্রিপুরায়

0
108

বিক্রম কর্মকার, ত্রিপুরা: শিক্ষকের হাতে আহত হল এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে ত্রিপুরায় বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত স্কুল ছাত্রের নাম ডেবিড কুমার দেববর্মা। সে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে।

- Advertisement -

আরও পড়ুন-ত্রিপুরায় নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক

জানা গিয়েছে, গতকাল স্কুলের ওই সহকারী প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিক প্রচন্ডভাবে মারেন করেন ওই ছাত্রকে। ওই ছাত্রের দুটি পায়ে রক্ত জমাট বেধে যায়। এদিন স্কুলে এসে ওই ছাত্র যখন তার অন্যান্য সহপাঠীদের বিষয়টি দেখায়। তখন ক্ষোভে ফেটে পড়েন স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা।

মুহূর্তের মধ্যে ছাত্র ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। এপ্রসঙ্গে ছাত্র ছাত্রীদের দাবি, এই স্কুলের প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিককে সাসপেনশন করতে হবে এবং এই মুহূর্তে করতে হবে। এই দাবি নিয়ে স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে।

আরও পড়ুন-গরিবদের জন্য বড় ঘোষণা অধীরের

দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা যাবত অবরোধ চলে। যানবাহন আটকে পড়ে যায় জাতীয় সড়কে। চৈত্রের কাঠফাটা রোদ এ যানবাহনের মধ্যে থাকা যাত্রীরা গরমে নাকাল।শিশু থেকে বৃদ্ধ পথচারী সবাইকে নাজেহাল হতে হয় এই অবরোধের জেরে।

শেষ পর্যন্ত স্কুলের পরিচালন কমিটি, এলাকার অভিভাবক, অভিভাবিকারা, পঞ্চায়েত প্রতিনিধি স্কুলের শিক্ষক,শিক্ষিকা এবং ছাত্র সংগঠনের নেতৃত্ব গন সবাই মিলে আলোচনায় বসে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রধান শিক্ষক রতন কুমার ভৌমিককে সাসপেনশন- এর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হুট করে সাসপেনশন করার ক্ষমতা তাদের হাতে নেই। তারা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।