রাতে অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি, জখম ২

গোটা বিষয়টি লিখিত ভাবে নির্বাচন কমিশনকে জানাবেন বিজেপি সাংসদ

0
862

অলোক ঘোষ, ব্যারাকপুর: বুধবার রাতে মুহুর্মুহু বোমাবাজিতে কেঁপে উঠল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকা৷ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার মেঘনা মোড় এলাকায় বোমাবাজি ও দুষ্কৃতী তাণ্ডব৷ বোমাবাজিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভাটপাড়া৷

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, অন্তত ১৫ টি বোমা পড়েছে তার বাড়ির আশেপাশে । এই ঘটনায় ২ জন স্থানীয় বাসিন্দা জখম হয়েছেন৷ ভাটপাড়া এলাকাকে অশান্ত করতে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করে বাইরে ছেড়ে রেখেছে৷ তারাই এলাকায় বামাবাজি তাণ্ডব করছে৷ এমনকি পুলিশের সামনে চলছে বোমাবাজি৷ পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে৷

- Advertisement -

তিনি আরও অভিযোগ করেন,এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ তা স্বত্বেও জগদ্দল থানার পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করে যাচ্ছে । কি করে পুলিশের সামনে এত বোমা পড়ে আমার বাড়ির সামনে৷ ভাটপাড়া মেঘনামোড় এলাকায় গাড়িতে, রাস্তায় একাধিক জায়গায় বোমা মেরেছে দুষ্কৃতীরা । আমি গোটা বিষয়টি লিখিত ভাবে নির্বাচন কমিশনকে জানাচ্ছি৷

এদিকে জগদ্দল থানার পুলিশ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি সংলগ্ন এলাকায় তদন্তে গেলে পুলিশকে প্রকাশ্যে ভৎসনা করেন সাংসদ অর্জুন সিং । তিনি পুলিশ আধিকারিকদের রাস্তায় দাঁড় করিয়ে বলেন, “তৃণমূলের পক্ষে কাজ করা বন্ধ করুন । এখন প্রশাসন তৃণমূলের হাতে নেই । কেন ভুলে যাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে পুলিশ । এর আগেও পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ বার বার উঠেছে৷ এই বিষয় পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

এই ঘটনায় জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম জানালেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই । দুষ্কৃতীদের মধ্যে গোষ্ঠী কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে । পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করুক ।

জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান,এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা জড়িত৷ অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ ।