ফলতায় বিধ্বংসী আগুন,ঘটনাস্থলে দমকল

হতাহতের খবর নেই

0
106
ফাইল ছবি

ফলতা: দক্ষিণ ২৪ পরগণার ফলতায় বন্ধ টায়ার কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।তবে হতাহতের খবর নেই৷ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন৷দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ফলতা বাণিজ্য কেন্দ্রে আগুন লাগার ঘটনায়,সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

আরও পড়ুন:বাংলা দখলের লক্ষ্যে মমতার দেখানো পথেই হাঁটছেন অমিত

- Advertisement -

দমকল সূত্রে খবর, আজ দুপুর আড়াইটা নাগাদ ফলতা বাণিজ্য কেন্দ্রের ১ নম্বর সেক্টরে টায়ার কারখানায় আগুন লাগে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইঞ্জিন পাঠানো হয়৷দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে৷ পরে আরও ২টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়৷ দমকলের ৭ টি ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা কাজ করছেন৷ তবে কিভাবে আগুন লেগেছে,তা এখনও জানা যায়নি৷আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে দেখা হবে,কোথা থেকে কিভাবে আগুন লেগেছে৷

আরও পড়ুন:মমতাকে সুন্দর Farewell দেওয়ার আবেদন অমিতের

জানা গিয়েছে,২০২০ সালে লকডাউনের পর থেকে ওই টায়ার কারখানা বন্ধ হয়ে যায়৷ এ বছর ফের তা চালু করার তোড়জোড় চলছিল৷ তার জন্য প্রচুর কাঁচামাল মজুত করা হয়৷ তাছাড়া ওই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ জমা ছিল৷ দমকলের প্রাথমিক অনুমান,সেখান থেকেই আগুন লাগতে পারে৷ তবে সঠিক কারন জানা যাবে,তদন্তের পর৷

আরও পড়ুন:দাড়িভিটে নীরব ব্যক্তিদের শীতলকুচির প্রতিবাদ নিয়ে প্রশ্ন তথাগতর

অভিযোগ এর আগেও একাধিকবার ফলতা বাণিজ্য কেন্দ্রে আগুন লেগেছিল। বার বার আগুন লাগায়,প্রশ্ন উঠেছে বাণিজ্য কেন্দ্রের নিরাপত্তা নিয়ে।