আজকের ময়দানের খাসখবর (১১/২/২০২৩)

0
183
sports news bengali 11 february 2023

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন শান্তি রায়চৌধুরী।

আড়াই দিনেই অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া!

- Advertisement -

অস্ট্রেলিয়ার পরাজয়টা ছিল সময়ের অপেক্ষা। নাগপুরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। তবে সেটা শুধু পিচের জন্য নয়, ভারতীয় স্পিনারদের জুজু অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। অষ্ট্রেলিয়ার ইনিংস শেষ হল ৯১ রানে। লজ্জার হার।ভারতের হয়ে অশ্বিন ৫, জাডেজা ২, অক্ষর ১ ও শামি ২ উইকেট নিলেন।

২২ গজে ফিরেই জাডেজা ভাঙলেন কপিলের রেকর্ড

চোট সারিয়ে ২২ গজে ফিরেই নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। ভাঙলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবে রেকর্ড। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে একই টেস্ট ম্যাচে ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৫০ রান করলেন তিনি।

সচিন হঠাৎই নিলেন ‘আরআরআর’-এর নাম

সচিন তেন্ডুলকর এখন ব্যস্ত ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ় দেখতে। প্রথম টেস্ট দেখতে গিয়ে হঠাৎই প্রাক্তন ক্রিকেটারের মুখে ‘আরআরআর’-এর কথা। তবে এই ‘আরআরআর’ কিন্তু মোটেই দক্ষিণের বিখ্যাত সিনেমা নয়। এই ‘আরআরআর’ রয়েছে ভারতীয় ক্রিকেটেই। তাঁদের পরিচয়ও দিয়েছেন সচিন নিজেই। প্রথম টেস্টে তিন ‘আর’ হলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। সচিন লিখেছেন, “রোহিত, রবীন্দ্র এবং রবিচন্দ্রনের ত্রয়ী ভারতকে প্রথম টেস্টে এগিয়ে রেখেছে। শতরানের মাধ্যমে রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অশ্বিন এবং জাডেজা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে।”

এমবাপে, নেমারের পর এ বার চোট পেলেন মেসিও, বিরাট চাপে পিএসজি

বড় চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপে। চোট থাকায় আগের ম্যাচে খেলতে পারেননি নেমারও। বাকি ছিলেন লিয়োনেল মেসি। এ বার তিনিও চোট পেলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শনিবার মোনাকোর বিরুদ্ধে খেলতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। পরের সপ্তাহেই রয়েছে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে চিন্তায় তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ।

জাদেজার আঙুলে মলম কান্ড! সিদ্ধান্ত জানাল আইসিসি

শুধু পিচই নয়, ভারত সফরে একের পর এক বিতর্ক তৈরি করছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবং সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। তারই সাম্প্রতিক উদাহরণ হল মলম-বিতর্ক। রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগ ধোপে টিকল না। আইসিসি-র ম্যাচ রেফারি পরিষ্কার জানিয়ে দিলেন, কোনও শাস্তি দেওয়া হবে না ভারতের অলরাউন্ডারকে।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মান্ধানাকে নিয়ে চিন্তা ভারতের

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগেই বড় ধাক্কা খেতে পারে হরমনপ্রীত কৌরের দল। সেই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ওপেনার স্মৃতি মন্ধানা। প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও পুরোপুরি সারেনি বলেই জানা গিয়েছে।

অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ঋণমুক্ত বার্সা

অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ঋণ পরিশোধের পাশাপাশি কোষাগারে অর্থ বাড়াতে কাজ করছে কাতালান ক্লাবটি। গত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো মুনাফাও করেছে স্প্যানিশ জায়ান্টরা। ক্লাবের আনুষ্ঠানিক সভায় এমনটাই জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন

ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। গণমাধ্যমজুড়ে আসা এমন খবরকে উড়িয়ে দিল খোদ ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। এক আনুষ্ঠানিক বিবৃতিতে আনচেলোত্তির সেলেসাও বস হওয়ার দাবিকে মিথ্যা বলল তারা। তিতের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ কে হবেন, তা নিয়ে এখনো আসেনি কোনো সমাধান।

রাতে মাঠে নামছে চেলসি ও আর্সেনাল

এমিরেটস স্টেডিয়ামে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে প্রিমিয়ার লিগে উড়তে থাকা আর্সেনাল। অপ্রতিরোধ্য গানারদের লক্ষ্য টেবিলের শীর্ষস্থান আর দৃঢ় করা। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়। এদিকে আরেক ম্যাচে চেলসি লড়বে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। এ ম্যাচটি মাঠে গড়াবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।