আবারও বিপাকে লাল-হলুদ কর্তারা, শ্রী সিমেন্টকে ক্ষতিপূরণ দিলেই মিলবে স্পোর্টিং রাইটস

0
365

কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সমর্থকরা। আসন্ন আইএসএল এর মরসুমে ইস্টবেঙ্গল খেলতে পারবে কিনা তারই নেই ঠিক। সেই সঙ্গে আবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে রয়েছে ফিফার ট্রান্সফার ব্যান। প্রসঙ্গত ৯ জুন থেকে ফুটবলারদের রেজিস্ট্রেশন শুরু হলেও ইস্টবেঙ্গল সই করাতে পারেনি একজন ফুটবলারকেও। আগামী মরসুমে আইএসএল খেলা নিয়ে সংশয় তো রয়েছেই, কারণ ইনভেস্টর শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক শেষ। এবার খুব শীঘ্রই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ইনভেস্টর সংস্থা।

জানা গিয়েছে, রবিবারের মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তিপত্রে সইয়ের বিষয়ে সম্মতি জানাতে হবে। না-হলে আগামী সপ্তাহের শুরুতেই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত এফএসডিএল-কে জানিয়ে দেবে শ্রী সিমেন্ট। শ্রী সিমেন্ট যখন এফএসডিএল -কেও জানিয়ে দিয়েছে সুতরাং আর কোনও ভালো কিছুর আশা নেই ইস্টবেঙ্গল শিবিরে। হাতে একেবারেই সময় নেই, দলগঠন কাজ অধরা। এখন ইস্টবেঙ্গল ক্লাবের স্পোর্টিং রাইটস রয়েছে শ্রী সিমেন্টের কাছে। তবে ইস্টবেঙ্গলকে স্বত্ব ফিরিয়ে দেওয়া অতটা সহজ নয়।

- Advertisement -

জানা গিয়েছে, ক্লাব ছাড়লেও স্পোর্টিং রাইটস ফেরত দিতে হলে ক্ষতিপূরণ দাবি করবে ইনভেস্টর শ্রী সিমেন্ট। একেই ক্লাবের ঘাড়ের উপর রয়েছে ফুটবলারদের বকেয়া বেতনের টাকার চাপ। তার উপর যদি আবার শ্রী সিমেন্ট ক্ষতিপূরণ চেয়ে বসে তো আর্থিক চাপে জর্জরিত হয়ে পড়বেন লাল-হলুদ কর্তারা। তবে কি চুক্তিপত্রে সই করে দেওয়াই একমাত্র উপায়? যদিও ক্লাবকর্তারা সই করতে নারাজ। অন্যদিকে ইস্টবেঙ্গলের এই নানানরকম জটে বিরক্ত এফএসডিএল।

শ্রী সিমেন্ট ছেড়ে গেলে গত বছরের মতো এই বছরও লাইসেন্স নিয়ে সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। ফের লাইসেন্স বদল করতে যেতে হবে এএফসির কাছে। সব মিলিয়ে দুই বিদেশি ফুটবলারের বেতন বাকি প্রায় ৬৭ লাখ টাকা। যার বোঝা এখন ক্লাবের ঘাড়ে। ফিফার শাস্তি কোয়েস ইস্টবেঙ্গলের উপরে হলেও এসসি ইস্টবেঙ্গল ফুটবলারদের বকেয়ার দায়ভার নিতে রাজি নয়, কারণ চুক্তিপত্রে সই করেননি ক্লাবকর্তারা। এত জটের মধ্যে আদৌ ক্লাব মাঠে নামতে পারবে কিনা সেটাই এখন বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।