নারীশক্তির জয়: বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় প্রিয়া মালিকের

0
57

খাস খবর ডেস্ক: বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। হাঙ্গেরিতে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির প্রিয়া মালিক মহিলাদের ৭৫ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন। বেলারুশ কুস্তিগীরকে ৫-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে প্রিয়া এই স্বর্ণপদক জিতেছেন। প্রিয়া মালিকের এই সাফল্যে গোটা দেশ গর্বিত। সোশ্যাল মিডিয়ায় একাধিক শুভেচ্ছা পাচ্ছেন প্রিয়া।

প্রিয়ার এই অর্জনে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা পদক জয়ের জন্য হরিয়ানার মেয়ে মহিলা কুস্তিগীর প্রিয়া মালিককে অভিনন্দন।” প্রিয়া ২০১৯ সালে পুনে খেলো ভারতে স্বর্ণপদক, ২০১৯ সালে দিল্লির ১৭ তম স্কুল গেমসে স্বর্ণপদক এবং ২০২০ সালে পাটনায় জাতীয় ক্যাডেট চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। ২০২০ সালে অনুষ্ঠিত জাতীয় স্কুল গেমসেও প্রিয়া মালিক স্বর্ণ জিতেছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: রৌপ্যপদক জেতা মীরাবাঈ চানুর সাফল্যে নগদ পুরষ্কার ঘোষণা মণিপুর সরকারের

উল্লেখ্য, ভারতের আর এক তরুণ রেসলার তনুও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তনু তার ম্যাচে একটিও পয়েন্ট না হারিয়ে ৪৩ কেজি বিভাগে শিরোপা জিতেছে। ফাইনালে তিনি বেলারুশের ভ্যালেরিয়া মিকিসিচকে পরাজিত করেছিলেন। অন্যদিকে বর্ষা ৬৫ কেজি ওজন বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। শনিবারই টোকিও অলিম্পিকে ভারতকে রুপো এনে দিয়েছেন ভারত্তোলক মীরাবাঈ চানু। ভারতীয় নারীদের সাফল্যে গর্বিত গোটা দেশ।